করোনা প্রতিরোধ রাঙ্গাবালীর হাট-বাজারে মাস্ক নিয়ে ছুটছেন ইউএনও

প্রথম পাতা » সর্বশেষ » করোনা প্রতিরোধ রাঙ্গাবালীর হাট-বাজারে মাস্ক নিয়ে ছুটছেন ইউএনও
বুধবার ● ২৫ মার্চ ২০২০


---

রাঙ্গাবালী (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥
করোনাভাইরাস আতঙ্কে কাঁপছে দেশ। এমন মুহূর্তে মানুষের সুরক্ষার জন্য রাস্তাঘাট ও হাট-বাজারে মাস্ক নিয়ে ছুঁটে যাচ্ছেন ইউএনও মো. মাশফাকুর রহমান। যেখানে যাকে পাচ্ছেন,  মাস্ক না থাকলেই তার হাতে মাস্ক তুলে দিচ্ছেন।
পেশার তাগিদের পাশাপাশি মানবিক দৃষ্টিকোন থেকে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় কর্মরত এই ইউএনও এই কাজটি করছেন বলে জানান তিনি। করোনাভাইরাসের প্রাদুর্ভাব থেকে উপজেলাবাসীর সুরক্ষা নিশ্চিত করতে তিনি উপজেলার সর্বত্র ঘুরে ঘুরে বিনামূল্যে মাস্ক বিতরণ করে চলেছেন।
মঙ্গলবার উপজেলা সদরের বাহেরচর বাজার ও খালগোড়া বাজারের স্বল্প আয়ের মানুষদের মাঝে মাস্ক বিতরণের মধ্য দিয়ে তিনি এ কাজটি শুরু করেন। পরে বুধবার উপজেলার মোল্লার বাজার, কোড়ালিয়া স্পিডবোট ঘাট ও লঞ্চঘাট এলাকার বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে নারী ও পুরুষের মাঝে মাস্ক বিতরণ করেন। তার এই কাজের সঙ্গী হিসেবে রয়েছেন রাঙ্গাবালী থানার ওসি আলী আহম্মেদ। ওসি বলেন, ইউএনও সাহেবের এই উদ্যোগটি প্রশংসনীয়।
জানতে চাইলে ইউএনও মাশফাকুর রহমান বলেন, ‘যাদের মাস্ক কেনার সামর্থ্য নেই, যারা এর প্রয়োজনীয়তা বোঝে না-আমি তাদের হাতে মাস্ক তুলে দিচ্ছি। আমি আপাতত পাঁচ হাজার মাস্ক বিতরণের সিদ্ধান্ত নিয়েছি। প্রয়োজনে আরও মাস্ক বিতরণ করা হবে।’

কেএইচ/এনবি

বাংলাদেশ সময়: ১৮:১২:২৬ ● ৩৯৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ