করোনা আতঙ্ক কলাপাড়ায় বিদেশ ফেরত ২১ জনের খোঁজ মেলেনি

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » করোনা আতঙ্ক কলাপাড়ায় বিদেশ ফেরত ২১ জনের খোঁজ মেলেনি
বুধবার ● ২৫ মার্চ ২০২০


প্রতীকী ছবি

কলাপাড়া সাগরকন্যা অফিস॥
বিদেশ ফেরত বিকাশ চন্দ্র গাইন, শেফালী রানী বিশ্বাস ও নাজমুল হাসান জুয়েলের কোন খবর মেলাতে পারেনি ইউপি চেয়ারম্যান শওকত হোসেন তপন বিশ্বাস। পটুয়াখালীর কলাপাড়া উপজেলা উপজেলার লালুয়া ইউনিয়নের এই তিন বিদেশ ফেরত ব্যক্তির খবর না মেলায় এলাকার লোকজন করোনা ভীতিতে রয়েছেন। একই দশা কুয়াকাটা পৌরসভার আব্দুল মালেকের মেয়ে সাবিনার। সে ইতালি ফেরতের পরে একদিন পর থেকে লাপাত্তা রয়েছে। এভাবে কলাপাড়ায় পহেলা মার্চ থেকে ১৮ মার্চ পর্যন্ত বিভিন্ন দেশ থেকে ফেরা ১২৬ জনের মধ্যে ২১ জনের খবর এখন পর্যন্ত নিশ্চিত করা যায়নি।
সংশ্লিষ্ট এলাকার জনপ্রতিনিধি, পুলিশ প্রশাসনসহ উপজেলা প্রশাসন এদের খোঁজ মেলাতে আপ্রাণ চেষ্টা করেছেন বলে তাদের দাবি। কিন্তু সাধারণ মানুষের মনে প্রশ্ন- এরা কোথায় এবং সবাই সুস্থ আছেন কিনা? সবশেষ তিনদিন আগে বেনাপোল হয়ে ভারত থেকে ফেরা কলাপাড়া পৌরশহরের চিঙ্গরিয়ার তিন ব্যক্তিকে শণাক্ত করা হয়নি। এর চলাফেরা করছেন ফ্রি-স্টাইলে-এমন জনশ্রুতি রয়েছে। দুইদিন আগে উপজেলা স্বাস্থ্য বিভাগ এবং উপজেলা প্রশাসনের দেয়া তথ্যে মোট ৮৭ জনের কোয়ারেন্টাইন নিশ্চিত করেছেন। এর মধ্যে অনেকেরই কোয়ারেন্টাইন মেয়াদ শেষ হয়েছে। কিন্তু যাদের ট্রেস করা যায়নি, তাদের নিয়ে করোনা আতঙ্ক ক্রমশ বাড়ছে মানুষের মাঝে।

এমইউএম/এনবি

বাংলাদেশ সময়: ১৭:০০:৪৬ ● ৪২৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ