কলাপাড়ায় আয়রণ ব্রিজ বিধ্বস্তে আহত-৩

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » কলাপাড়ায় আয়রণ ব্রিজ বিধ্বস্তে আহত-৩
বুধবার ● ২৫ মার্চ ২০২০


---

কলাপাড়া সাগরকন্যা অফিস॥
পটুয়াখালীর কলাপাড়ায় নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর গামইরতলা গ্রামের আয়রণ ব্রিজটি বুধবার (২৫ মার্চ) সকালে বিধ্বস্ত হয়েছে। ফলে দুই পাড়ের অন্তত ১১ গ্রামের মানুষ চরম দূর্ভোগে পড়েছে। এসময় ব্রিজে চলাচল করা মজিদপুর গ্রামের রাসেল, বাইনতলা গ্রামের আসাদুল ও কুমিরমারা গ্রামের অষ্টম শ্রেণির ছাত্র ইয়ামিন নিচে খালে পড়ে আহত হয়েছে। তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন, এখন সবাই শঙ্কামুক্ত।
প্রত্যক্ষদর্শী সপ্তম শ্রেণির ছাত্রী মিম জানায়, ঝরঝর শব্দ শুনে খালের পাড়ে গিয়ে দেখতে পায়- ব্রিজটির ৮০ ভাগ পানির নিচে ডুবে গেছে। তার ভাষায়,‘ঝরঝর কইর‌্যা পইর‌্যা গ্যাছে। দশ মিনিটও লাগেনাই।’ গামইরতলা গ্রামের বাসিন্দা আলমগীর মিয়া জানান, এ ব্রিজটি পেরিয়ে নীলগঞ্জের সবজিচাষীরাসহ মজিদপুর, কুমিরমারা, বাইনতলা, এলেমপুর, পূর্বসোনাতলা, ফরিদগঞ্জ, গামইরতলা, গুটাবাছা, নেয়ামতপুর, ইসলামপুর ও নাওভাঙ্গা গ্রামের মানুষ চলাচল করত। গামইরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য মনিরুজ্জামান শানু জানান, বিদ্যালয়ের ৬০ ভাগ শিশু এই ব্রিজটি পার হয়ে স্কুলে আসে। এখন সমস্যার শেষ নেই।
স্থানীয়রা জানান, ১৯৯৪-৯৫ অর্থবছরে এলজিইডি এই ব্রিজটি নির্মাণ করে। তখনই নিম্নমানের স্লাব ও আয়রণ স্ট্রাকচার খারাপ দেয়ার অভিযোগ উঠেছিল। এখন দূর্ভোগ লাঘবে গ্রামের মানুষ দ্রুত একটি বিকল্প যোগাযোগ ব্যবস্থা করার দাবি জানিয়েছেন।
কলাপাড়া উপজেলা চেয়ারম্যান এসএম রাকিবুল আহসান, উপজেলা নির্বাহী অফিসার আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক, ভাইস চেয়ারম্যান শাহীনা পারভিন, ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিন মাহমুদ দুপুরে ঘটনাস্থল পরিদর্শণ করেছেন। এলজিইডি কলাপাড়ার উপ-সহকারী প্রকৌশলী দেলোয়ার হোসেন জানান, গামইরতলার ৮৮ মিটার দীর্ঘ আয়রণ ব্রিজটি আগেই ঝুঁকিপূর্ণ ছিল। মেরামতের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে।

এমইউএম/এমআর

বাংলাদেশ সময়: ১৩:৫১:৪৪ ● ৩৫১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ