হোম কোয়ারেন্টাইন ভঙ্গ বানারীপাড়ায় বস্ত্র ব্যবসায়ীর জরিমানা

প্রথম পাতা » বরিশাল » হোম কোয়ারেন্টাইন ভঙ্গ বানারীপাড়ায় বস্ত্র ব্যবসায়ীর জরিমানা
বুধবার ● ২৫ মার্চ ২০২০


---

বানারীপাড়া (বরিশাল) সাগরকন্যা প্রতিনিধি॥
বানারীপাড়ায় ভারত থেকে দেশে ফিরে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে না থাকায় বন্দর বাজারের ভৌমিক বস্ত্রালয়ের মালিক তাপস ভৌমিককে ৫ হাজার টাকা জড়িমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট শেখ আব্দুল্লাহ সাদীদ এ জরিমানা আদায় করেন।
জানা গেছে, বন্দর বাজারের বস্ত্র ব্যবসায়ী তাপস ভৌমিক ১৩ মার্চ ভারত থেকে তার মাকে নিয়ে বানারীপাড়ায় ফিরেছেন। তিনি হোম কোয়ারেন্টাইনে না থেকে নিয়মিত তার ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে আসছিলেন। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা প্রশাসন’র ভ্রাম্যমাণ আদালত তার এ বিষয়টি জানতে পেরে উক্ত জরিমানা আদায় করে পৌর শহরের ২নং ওয়ার্ডের সদর রোডের তার নিজ বাসায় ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেন। উপজেলা বিভিন্ন এলাকায় বিদেশ থেকে ২৪৫ জন প্রবাসী ফিরে এলেও তার মধ্যে ১০৩ জন প্রবাসী এলাকার বাইরে অবস্থান করছেন। এছাড়া ১৪২ জন প্রবাসীর মধ্যে এ পর্যন্ত ৭৭ জনকে ১৪ দিন করে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে বলে উপজেলা স্বাস্থ্য ও প.প.কর্মকর্তা ডা.কবির হাসান জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১২:৪৮:৪৫ ● ৩৭৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ