বাউফলে করোনা সন্দেহে একজনকে হাসপাতালে ভর্তি

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » বাউফলে করোনা সন্দেহে একজনকে হাসপাতালে ভর্তি
বুধবার ● ২৫ মার্চ ২০২০


বাউফলে করোনা আক্রান্ত সন্দেহে একজনকে হাসপাতালে ভর্তি

বাউফল (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

বাউফলে করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে একজনকে (২৫) প্রশাসন উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজে ভর্তি করানো হয়েছে।

মঙ্গলবার (২৪ মার্চ) রাত নয়টার দিকে ওই সন্দেহভাজন অসুস্থ্য ব্যক্তিকে উপজেলার দাশপাড়া গ্রাম থেকে উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. আকতারুজ্জামান। এঘটনায় এলাকায় করোনা আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার নাজিরপুর ইউনিয়নের নিমদী গ্রামের ওই ব্যক্তি পাঁচ দিন আগে জ্বরে আক্রন্ত হয়ে ঢাকা থেকে বাড়ি আসেন। দুই তিন দিন পর তার গলাব্যাথা ও শ্বাসকষ্ট হচ্ছিল। ওই অবস্থায় সে গত সোমবার (২৩ মার্চ) দাশপাড়া এলাকায় শ্বশুর বাড়িতে যান। শ্বশুরবাড়ি তার অবস্থার অবনতি ঘটলে মঙ্গলবার (২৪ মার্চ) বেলা ১০ টার দিকে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসক তাকে ব্যবস্থাপত্র দিয়ে বাহিরে ঘোরাঘুরি না করে ঘরে থাকা এবং বরিশাল গিয়ে করোনার পরীক্ষা-নিরীক্ষা করার পরামর্শ দেন। কিন্তু বিকেলেই তার অবস্থার অবনতি ঘটতে থাকে। এক পর্যায়ে সে কাশির সাথে বমিও করতে থাকেন। এঘটনা জানাজানি হলে এলাকার মানুষের মধ্যে করোনার আতঙ্ক ছড়িয়ে পড়ে।
উপজেলা প্রশাসন ও বাউফল থানা পুলিশ এঘটনা জানতে পেরে মঙ্গলবার রাত নয়টার দিকে তাকে শ্বশুরবাড়ি থেকে উদ্ধার করে এ্যম্বুলেন্সে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। নাজিরপুরের নিমদী ও দাশপাড়া গ্রামের একাধিক ব্যক্তি জানান, অসুস্থ ব্যক্তি যদি সত্যিকারে করোনায় আক্রান্ত হয়ে থাকেন তবে এলাকায় করোনার ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।
নাজিরপুর ইউপি চেয়ারম্যান ইব্রাহিম ফারুক জানান, ওই ব্যক্তির পরিবারের সদস্যদের বাহিরে বের না হয়ে ঘরে থাকার নির্দেশ দেয়া হয়েছে। আজ বুধবার বাউফল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পণা কর্মকর্তা ডা. প্রশান্ত কুমার সাহা জানান, অসুস্থ ব্যক্তি আগের থেকে সুস্থ আছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন জানান, অসুস্থ ব্যক্তির নিজ বাড়ি ও শ্বশুরবাড়ির সদস্যদের ঘরে থাকার কঠোর নিদেশনা দেয়া হয়েছে।

এপি/এমআর

বাংলাদেশ সময়: ১৪:৪৬:০৬ ● ৩৬৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ