করোনাভাইরাস কুয়াকাটায় বন্ধ হয়নি এনজিও’র কিস্তি আদায়!

প্রথম পাতা » কুয়াকাটা » করোনাভাইরাস কুয়াকাটায় বন্ধ হয়নি এনজিও’র কিস্তি আদায়!
মঙ্গলবার ● ২৪ মার্চ ২০২০


---

কুয়াকাটা সাগরকন্যা অফিস॥
করোনাভাইরাস আতঙ্কে সবকিছু বন্ধ ঘোষণা করলেও এখনও বন্ধ হয়নি পটুয়াখালীর কুয়াকাটায় এনজিও কর্মীদের ঋণের কিস্তি আদায়। মঙ্গলবার সকালে বেসরকারী সংস্থা আশা’র মাঠকর্মীরা কুয়াকাটা পৌরসভার ইসলামপুর মহল্লার বিভিন্ন বাড়িতে ঘুরে কিস্তি টাকা আদায় করেছেন। এঘটনায় স্থানীয় অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন।
স্থানীয়দের সূত্রে জানা যায়, গত ২৩ মার্চ পটুয়াখালীর জেলা প্রশাসক এনজিও’র কিস্তি আদায় বন্ধ ঘোষণা করছেন। আশা-গ্রামীণ ব্যাংক, পদক্ষেপসহ কয়েকটি এনজিও এনির্দেশনা না মেনে বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে টাকা তুলছেন। কিস্তির টাকা পরিশোধে অনেকে অনিহা প্রকাশ করলে এনজিও কর্মীরা তাদের সাথে খারাপ ব্যবহারেরও অভিযোগ উঠেছে। নতুন করে ঋণ নিতে অসুবিধা হবে বলেও সতর্ক করা হচ্ছে ওইসব এনজিও’র পক্ষ থেকে। আশা’র মাঠকর্মী জাহিদ হোসেন বলেন, আমাদের উপরের নির্দেশে মাঠে এসে কিস্তি নিচ্ছি, যখন তারা নিষেধ করবেন তখন আমরা বন্ধ রাখবো।
আশা কুয়াকাটা শাখার ম্যানেজার জহির উদ্দিন বলেন, ঋণ নিলে কিস্তিতে ওই ঋণ পরিশোধ করবেন- এটাই তো নিয়ম। তবে সরকারীভাবে এখন পর্যন্ত কিস্তি না নেয়ার বিষয়ে লিখিত কোন নির্দেশনা পাইনি।
কলাপাড়া উপজেলা র্নিবাহী কর্মকর্তা আবু হাসনাত মোঃ শহিদুল ইসলাম সাংবাদিকদের বলেন, পরর্বতী নির্দেশ না আসা পর্যন্ত সরকারীভাবে এনজিও’র কিস্তি তোলার ব্যাপারে সম্পূর্ণ নিষেধ আছে। এরকম অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

এএমবি/এনবি

বাংলাদেশ সময়: ১৬:০০:৪৯ ● ৪৫৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ