রাঙ্গাবালীতে প্রশাসনের পাঁচ হাজার মাস্ক বিতরণ

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » রাঙ্গাবালীতে প্রশাসনের পাঁচ হাজার মাস্ক বিতরণ
মঙ্গলবার ● ২৪ মার্চ ২০২০


রাঙ্গাবালীতে প্রশাসনের পাঁচ হাজার মাস্ক বিতরণ

রাঙ্গাবালী (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

করোনা ভাইরাস প্রতিরোধে সুরক্ষাসামগ্রী হিসেবে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিনামূল্যে পাঁচ হাজার মাস্ক বিতরণ করবেন প্রশাসন। মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে উপজেলা সদরের বাহেরচর বাজার ও খালগোড়া বাজারের জনসাধারণের মাঝে মাস্ক বিতরণের মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হয়।
ওই দুই বাজারে গাড়ি নিয়ে ঘুরে ঘুরে করোনা প্রতিরোধে সকলকে সচেতন থাকার আহ্বান জানিয়ে স্বল্প আয়ের মানুষদের হাতে বিনামূল্যের এ মাস্ক তুলে দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাশফাকুর রহমান। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলী আহম্মেদ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাশফাকুর রহমান বলেন, করোনা প্রতিরোধে প্রাথমিক পর্যায়ে আমরা উপজেলা প্রশাসনের অর্থায়নে ৫ হাজার মাস্ক বিতরণের সিদ্ধান্ত নিয়েছি। প্রয়োজনে আরও মাস্ক বিতরণ করা হবে। পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন এলাকার স্বল্প আয়ের মানুষদের কাছে প্রশাসনের এ বিনামূল্যের মাস্ক পোঁছে দেওয়া হবে।

কেএইচ/এমআর

বাংলাদেশ সময়: ১৬:০৬:০৪ ● ৪৩১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ