কাউখালীতে এক প্রবাসীসহ ১০ জনকে জরিমানা

প্রথম পাতা » পিরোজপুর » কাউখালীতে এক প্রবাসীসহ ১০ জনকে জরিমানা
সোমবার ● ২৩ মার্চ ২০২০


প্রতীকী ছবি

কাউখালী (পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥
হোম কোয়ারেন্টাইন মেনে না চলায় পিরোজপুরের কাউখালী উপজেলায় রবিবার রাতে কুয়েত প্রবাসী এক যুবককে ১০ হাজার টাকা এবং জুয়া খেলার অপরাধে  ৮জন এবং গন জমায়েত করে ওষুধ বিক্রি করার অপরাধে ১জনকে ২হাজার টাকা করে ১৮  হাজার টাকার অর্থদন্ড এবং ওই প্রবাসীকে সরকারি কোয়ারেন্টাইন থাকার নির্দেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
কাউখালী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা.খালেদা খাতুন রেখা  এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
অর্থদন্ড প্রাপ্তরা শিয়ালকাঠী ইউনিয়নের তালুকদারহাটের মো. বেলায়েত হোসেনের ছেলে কুয়েত প্রবাসি শাহিন হোসেন (৩৫) কে ১০ হাজার টাকা জরিমানা করেছেন। এ ছাড়া রাতে দোকানে বসে জুয়া খেলার অপরাধে শিয়ালকাঠী চৌরাস্তা এলাকা থেকে আটক সোহাগ আকন,আলীম হাওলাদার,মো. শামীম.আসিম খান, শহিদুল ইসলাম, সুজন, জাহিদুল, লিটন প্রত্যেককে ২হাজার টাকা করে মোট ১৬ হাজার টাকা এবং উপজেলার ধাবরী বাজারে গণজমায়েত করে ওষূধ বিক্রি করার অপরাধে নাটোর জেলার আব্দুল হামিদকে ২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বাংলাদেশ সময়: ১৬:০১:২৩ ● ৬০৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ