নেছারাবাদে ভিডিএস এর লিফলেট ও মাস্ক বিতরণ

প্রথম পাতা » পিরোজপুর » নেছারাবাদে ভিডিএস এর লিফলেট ও মাস্ক বিতরণ
সোমবার ● ২৩ মার্চ ২০২০


---

নেছারাবাদ (পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥
নেছারাবাদ উপজেলার একটি বেসরকারি সংস্থা ‘ভিডিএস’ এর উদ্যোগে জনসচেতনা বৃদ্ধির লক্ষ্যে প্রায় ৫ হাজার মানুষের মাঝে লিফলেট ও মাস্ক বিতরণ করা হয়েছে। সোমবার সকালে উপজেলা শহরের হাট বাজার, হাসপাতাল, উপজেলা চত্বর, রিক্সা, ভ্যান, অটো ড্রাইভারসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষের মাঝে এসব লিফলেট ও মাক্স বিতরণ করে ভিডিএস এর কর্মীরা।
ভিডিএস এর পরিচালক সাংবাদিক এ কে আজাদ বলেন, দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়ে চলেছে। আমারা সাধ্যমত এলাকার মানুষের পাশে দাঁড়াবো। আমার এনজিও এর পক্ষ থেকে কর্মীরা বাড়ী বাড়ী গিয়ে লিফলেট ও মাস্ক বিতরণ ও সচেতনতামূলক পরামর্শ দিচ্ছেন। করোনা ভাইরাস মোকাবেলা করতে হলে আমাদের সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন ও সচেতন থাকতে হবে। আমরা সচেতন হলেই করোনা ভাইরাস থেকে মুক্তি পাওয়া যাবে।

বাংলাদেশ সময়: ১৩:০৬:৩২ ● ৫০০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ