কলাপাড়ায় কোয়ারেন্টাইন নিশ্চিতে মাঠে প্রশাসন

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » কলাপাড়ায় কোয়ারেন্টাইন নিশ্চিতে মাঠে প্রশাসন
শনিবার ● ২১ মার্চ ২০২০


কলাপাড়ায় কোয়ারেন্টাইন নিশ্চিতে মাঠে প্রশাসন

কলাপাড়া (পটুয়াখালী) সাগরকন্যা অফিস॥

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের ইটবাড়িয়া মাঝগ্রামে ইতালি ফেরত যুবক রাসেল মৃধা (২৫) অসুস্থ হওয়ার খবরকে কেন্দ্র করে এলাকাজুড়ে করোনা গুজবের ডালপালা বিস্তৃত হয়েছে। সেখানে এখন চৌকিদার নিজাম উদ্দিন সতর্ক অবস্থানে রয়েছে।
কাঠমিস্ত্রি সত্তার মৃধার ছেলে রাসেল প্রায় দুই মাস আগে বাড়িতে ফেরে। তার মা নুরুন্নাহার এ খবর নিশ্চিত করেন। রাসেল বাড়িঘরের কাজকর্ম করছিলেন। হঠাৎ শনিবার শেষ বিকেল থেকে খবর প্রচার হয় রাসেল অসুস্থ। ইউপি চেয়ারম্যান সৈয়দ মশিউর রহমান শিমু জানান, তিনি উপজেলা প্রশাসন ও স্বাস্থ্যবিভাগকে খবরটি জানিয়েছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ চিন্ময় হাওলাদার জানান, তিনি বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করেছেন। সন্ধ্যায় মেডিকেল অফিসার ডাঃ জেএইচ খান লেলিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি রাসেলের বাড়িতে গিয়ে তার সঙ্গে কথা বলেছেন। রাসেল ২২ জানুয়ারি বাংলাদেশে ফিরেছেন। তাকে সম্পুর্ণ সুস্থ মনে হয়েছে বলে এ চিকিৎসকের দাবি। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনিবুর রহমান জানান, বিষয়টি নিশ্চিত না হয়ে কাউকে গুজব ছড়াতে নিষেধ করা হয়েছে। তবে সবাইকে সতর্ক থাকতে হবে। পুলিশকে ওই এলাকায় সতর্ক নজরদারির নির্দেশ দেয়া হয়েছে।
কলাপাড়া থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, তারা এবিষয় কোন অনাকাঙ্খিত ঘটনা কেউ ঘটাতে না পারে তার জন্য সতর্ক রয়েছেন। চৌকিদার নিজামউদ্দিন জানান, তিনি রাসেলকে ঘরের বাইরে ডেকে সন্ধ্যার আগেও কথা বলেছেন। ওই যুবক তেমন একটা অসুস্থ নন বলে তার মনে হয়েছে। অপরদিকে শনিবার ভোরে ভারত থেকে পৌরশহরের চিঙ্গরিয়া এলাকার কিছু লোকজন ফিরেছেন। তারা কোয়ারেন্টাইনে না যাওয়া নিয়ে শহরে আতঙ্কের পাশাপাশি নানান গুজব চলছে। এদের খোঁজে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জগৎবন্ধু মন্ডলের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত মাঠে কাজ করছেন।
অপরদিকে করোনা ভাইরাস প্রতিরোধে ১৭ ডিসেম্বর ২০১৯ থেকে ১৮ মার্চ পর্যন্ত কলাপাড়ায় বিদেশ ফেরত ৯০৯ জনের তালিকা পর্যবেক্ষণ করে এর মধ্যে অধিকাংশের কোয়ারেন্টাইনের মেয়াদ শেষ হলেও ৮৭ জনের কোয়ারেন্টাইন নিশ্চিতে এখন কাজ করছে উপজেলা প্রশাসন। পহেলা মার্চ থেকে এ পর্যন্ত বিদেশ থেকে আসা ১৩১ জনের মধ্যে ৭৩ জনের কোয়ারেন্টাইন নিশ্চিত করেছেন প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ। তবে ২১ জনের কোন খোঁজ মেলেনি। এরা এলাকায় নেই। আর অনেকেই কোয়ারেন্টাইন মানছেন না বলেও অভিযোগ উঠেছে।

এমইউএম/এমআর

বাংলাদেশ সময়: ২১:২৩:১০ ● ৩৪৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ