কলাপাড়ায় সালিশ বৈঠকে সশস্ত্র হামলায় জখম-২

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » কলাপাড়ায় সালিশ বৈঠকে সশস্ত্র হামলায় জখম-২
শনিবার ● ২১ মার্চ ২০২০


কলাপাড়ায় সালিশ বৈঠকে সশস্ত্র হামলায় জখম-২

কলাপাড়া(পটুয়াখালী) সাগরকন্যা অফিস॥

পটুয়াখালীর কলাপাড়ায় নীলগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের পাখিমারা অফিসে সালিশ বৈঠকে সন্ত্রাসী হামলায় দুই জন গুরুতর জখম হয়েছে। এসময় আওয়ামী লীগ অফিসে তালা ঝুলিয়ে দেয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তালা খুলে দেয়।
শুক্রবার সন্ধ্যায় এ ঘটনায় গভীর রাত পর্যন্ত আতঙ্ক বিরাজ করে। কলাপাড়া থানার ওসিসহ একদল পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করেন। গুরুতর জখম ওয়ার্ড আওয়ামী লীগ নেতা ব্যবসায়ী জয়নাল আবেদীন (৪৫) ও যুবলীগ নেতা মোটরসাইকেল চালক রফিক মুন্সীকে (৪০) কলাপাড়া হাসপাতালে নেওয়ার পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।
জানা গেছে, বিতর্কিত আওয়ামী লীগ নেতা ছত্তার শরীফের চাদাবাজি, অপকর্ম নিয়ে দলীয় অফিসে সালিশ বসে। এতে ছত্তার শরীফ গ্রুপ অসন্তোষ প্রকাশ করে বাইরে নেমে রফিক মুন্সিসহ তার বিরুদ্ধে দেয়া স্বাক্ষীদের ওপর সশস্ত্র হামলা চালায়। শুরু হয় ধাওয়া পাল্টাধাওয়া। এক গ্রুপ দলীয় অফিসে তালা ঝুলিয়ে দেয়। এসময় আতঙ্কে বাজারের দোকাপাট বন্ধ হয়ে যায়। কলাপাড়া থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, তিনি গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছেন। অফিস খুলে দিয়েছেন। কোন মামলা হয়নি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। স্থানীয় অধিকাংশ আওয়ামী লীগ নেতাকর্মীর অভিযোগ, শফিক নামের এক সন্ত্রাসী ভাড়া করে সত্তার শরীফ হামলা-তান্ডব চালায়। বর্তমানে পাখিমারা বাজারে থমথমে অবস্থা বিরাজ করছে।

এমআর/এমআর

বাংলাদেশ সময়: ২০:০৬:১৭ ● ৮১১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ