কুয়াকাটায় বন্ধ হোটেল মোটেল, দীর্ঘ সৈকতে পর্যটক শূন্য

প্রথম পাতা » কুয়াকাটা » কুয়াকাটায় বন্ধ হোটেল মোটেল, দীর্ঘ সৈকতে পর্যটক শূন্য
শুক্রবার ● ২০ মার্চ ২০২০


কুয়াকাটায় বন্ধ হোটেল মোটেল, দীর্ঘ সৈকতে পর্যটক শূন্য

কলাপাড়া (পটুয়াখালী) সাগরকন্যা অফিস॥

দীর্ঘ সৈকতের বেলাভূমে দুই চারজন স্থানীয় মানুষ ছাড়া কোন পর্যটকের পদচারনা নেই। সুনসান নীরবতা। সাগরের মৃদু ঢেউ শো শো শব্দে কিনারে আছড়ে পড়ছে। অনবরত নিঃসঙ্গ ঢেউয়ের সেই শব্দ এখন কানে ষ্পষ্ট ভেসে আসছে। কারণ বীচে নেই কোন কোলাহল। নেই ভাড়াটে মোটরসাইকেল চালকদের যাতনা। নেই বাণিজ্যিক ফটোগ্রাফারদের উপদ্রব। অটো বাইক কিংবা ব্যাটারিচালিত রিক্সার ভিড়ও নেই। যতদুর চোখ যায় ততদুর শুধু প্রকৃতির এই লীলাভূমির দেখা মিলছে। দুই চারটি কুকুর, ছাগল বিচরণ করছে বীচের শুন্যপয়েন্টে। ৯০ ভাগ দোকানপাট বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে আবাসিক হোটেল-মোটেলগুলো। একই স্পটে দাড়িয়ে সুর্যোদয়-সুর্যাস্তের মতো বিরল প্রাকৃতিক দৃশ্য অবলোকনের সৈকত কুয়াকাটার দৃশ্য এটি।
সন্ধ্যার পরে মানুষ শুন্য কুয়াকাটায় রাস্তাঘাটে নামলে গা ছম ছম করে। মরণব্যধি, ঘাতক করোনা প্রতিরোধে সরকারের সর্বোচ্চ সতর্কতার কারণে বৃহস্পতিবার রাত থেকে কুয়াকাটার এমন দৃশ্য বিরাজ করছে। ব্যবসা-বাণিজ্যে ধস নামায় পর্যটন নির্ভর হাজার হাজার ব্যসায়ীসহ সাধারণ মানুষ হতাশা ব্যক্ত করেছেন। তারপরও করোনা থেকে যদি মুক্তি পাওয়া যায় তবে সবাই এ কষ্ট মেনে নিতে এক পায়ে রাজি রয়েছেন। তবে সকলের দাবি নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের সরবরাহ এবং মূল্য নিয়ন্ত্রণে রাখতে হবে।

এমইউএম/এমআর

বাংলাদেশ সময়: ২১:৫৩:২৩ ● ৪১৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ