কলাপাড়ায় তিনদিন ব্যাপী বস্ত্র, কুটির শিল্প পণ্য মেলা ও পিঠা উৎসব শুরু

প্রথম পাতা » সর্বশেষ » কলাপাড়ায় তিনদিন ব্যাপী বস্ত্র, কুটির শিল্প পণ্য মেলা ও পিঠা উৎসব শুরু
শনিবার ● ২ ফেব্রুয়ারী ২০১৯


প্রতীকী ছবি

কলাপাড়া সাগরকন্যা অফিস॥
কলাপাড়া পৌরশহরের হ্যালিপ্যাড চত্ত্বরে তিনদিনব্যাপী ‘বস্ত্র, কুটির শিল্প পণ্য মেলা ও পিঠা উৎসব’ শুরু হয়েছে। শনিবার সকালে প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন কলাপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মোতালেব তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, অধ্যক্ষ শহিদুল ইসলাম বিশ্বাস, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপজেলা প্রকৌশলী আবদুল মান্নান. উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা আক্তার প্রমুখ।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের তত্ত্বাবধানে অ্যাসোসিয়েশন ফর রাইটস অ্যান্ড পিস (এআরপি) কর্তৃক বাস্তবায়িত উপজেলা পর্যায়ে তৃণমূল নারী উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির উদ্যোগে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় এ মেলা ও উৎসবের আয়োজন করেছে। আগামী সোমবার তিনদিনের এ মেলা ও উৎসবের সমাপ্তি হবে। প্রথম বারের মতো আয়োজিত এ মেলায় বিভিন্ন পণ্য সামগ্রীর ২০টি স্টলে স্থানীয় নারী উদ্যোক্তারা তাঁদের পণ্য সামগ্রীর পসরা সাঁজিয়ে অংশগ্রহন করেছেন।
মেলায় অংশগ্রহনকারী নারী উদ্যোক্তা খেমা রাখাইন বলেন, ‘নিজেদের হাতে বোনা তাঁত বস্ত্রের নানান পণ্য নিয়ে এ মেলায় অংশগ্রহন করেছি। প্রথম বারের মতো এ মেলার আয়োজন করা হয়েছে। সে আশাবাদ ব্যক্ত করেন, প্রতিবছরই যেন উপজেলা পর্যায়ে এ ধরণের মেলার আয়োজন করা হয়।

এমইউএম/এনইউবি

বাংলাদেশ সময়: ১৫:১৭:০০ ● ৬০০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ