কলাপাড়ায় বিদেশ ফেরত ১২৬ জনকে হোম কোয়ারেন্টাইন

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » কলাপাড়ায় বিদেশ ফেরত ১২৬ জনকে হোম কোয়ারেন্টাইন
বুধবার ● ১৮ মার্চ ২০২০


কলাপাড়ায় বিদেশ ফেরত ১২৬ জনকে হোম কোয়ারেন্টাইন

কলাপাড়া (পটুয়াখালী) সাগরকন্যা অফিস॥

পটুয়াখালীর কলাপাড়ায় মার্চ মাসের বিভিন্ন সময় বিদেশ থেকে আসা ১২৬ বাংলাদেশী নাগরিকের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে মাঠে নেমেছে উপজেলা স্বাস্থ্য বিভাগসহ উপজেলা প্রশাসন।
করোনা প্রতিরোধে এদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে বুধবার (১৮ মার্চ) দুপুর থেকে প্রশাসনের বিভিন্ন স্তরের কমকর্তাসহ স্বাস্থ্য বিভাগ এমন পদক্ষেপ হাতে নিয়েছে। উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ এদের তালিকা হাতে পেয়েছে। ইতোমধ্যে এদের চারজনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এ চারজনের বাড়ি কলাপাড়া পৌরসভা, লালুয়া, চম্পাপুর ও মহিপুর।
কলাপাড়ার ইউএনও মোঃ মুনিবুর রহমান জানান, তালিকা পেয়েছেন। যা দেখে স্বাস্থ্য বিভাগ মাঠ পর্যায় কাজ শুরু করেছে। এছাড়া স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বয়ে করোনা প্রতিরোধে এদের সকলের হোম কোয়ারেন্টাইন নিশ্চিতের সকল পদক্ষেপ নেয়া হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ চিন্ময় হাওলাদার জানান, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে বিদেশ ফেরত সকলের তালিকা সংগ্রহ করে হোম কোয়ারেন্টাইন নিশ্চিতে কাজ শুরু করেছে।
সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, সৌদি আরব, বাহরাইন, মালয়েশিয়া, সুইডেন, মিশর, কাতার, ভারত, কুয়েত, যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাত, ওমান, সিঙ্গাপুর, নেদারল্যান্ডস থেকে ১২৬ জন নাগরিক এ মাসের মঙ্গলবার পর্যন্ত কলাপাড়ায় ফিরেছেন।

এমইউএম/এমআর

বাংলাদেশ সময়: ২২:৩৮:৩০ ● ৩৯০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ