নেছারাবাদে ব্যাপক উৎসাহে মুজিব বর্ষ পালন

প্রথম পাতা » পিরোজপুর » নেছারাবাদে ব্যাপক উৎসাহে মুজিব বর্ষ পালন
মঙ্গলবার ● ১৭ মার্চ ২০২০


নেছারাবাদে ব্যাপক উৎসাহে মুজিব বর্ষ পালন

নেছারাবাদ (পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

নেছারাবাদে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় মুজিব শতবর্ষ পালনের সুচনা করা হয়েছে। বছর ব্যাপী গ্রহন করা হয়েছে ব্যাপক কর্মসূচি।
মঙ্গলবার (১৭ মার্চ) মুজিব বর্ষ উপলক্ষে রাত ১২.০১ মিনিটে জাতির জনকের মুরালে পুস্প স্তাবক অর্পনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু করা হয়। এরপর বঙ্গবন্ধুর শতবর্ষ উৎযাপন উপলক্ষে কেক কেটে রাতের অনুষ্ঠান শেষ হয়। প্রত্যুসে ৩১ বার তোপধ্বনি করা হয়। সকালে অনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন শেষে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীতে  সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মো. শাহ আলম, উপজেলা চেয়ারম্যান আব্দুল হক, ইউএনও সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হামিদ, সম্পাদক এসএম ফুয়াদ, পৌর মেয়র গোলাম কবির, অফিসার ইনচার্জ মোঃ কামরুজ্জামান তালুকদার, প্রফেসর মাহামুদুর রহমান খানসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এদিকে উপজেলা আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে জাতির জনকের প্রতিকৃতিতে পুস্প মাল্য অর্পন ও কেক কাটা, দোয়া মোনাজাত করা হয়। এসময় সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ শাহ আলম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হামিদ, সাবেক উপজেলা চেয়ারম্যানসহ দলীয় নেতা কর্মীরা অংশ নেন। বঙ্গবন্ধুর শতবর্ষ জন্মদিন উপলক্ষে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সাউথ বেঙ্গল নার্সিং  ও মিড ওয়াইফারী এবং উপজেলার বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান দিনটি উৎযাপন করেন।

এআরএ/এমআর

বাংলাদেশ সময়: ২১:৪৫:২৯ ● ৩৭৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ