আমতলীতে মুজিববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা

প্রথম পাতা » বরগুনা » আমতলীতে মুজিববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা
রবিবার ● ১৫ মার্চ ২০২০


আমতলীতে মুজিববর্ষ পালনে প্রস্তুতি সভা

আমতলী (বরগুনা) সাগরকন্যা প্রতিনিধি॥

১৭ মার্চ মুজিব বর্ষ উদযাপনে আমতলী পৌরসভার উদ্যোগে পৌরসভা প্রাঙ্গণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষ্কর্য উন্মোচন উপলক্ষে রবিবার (১৫ মার্চ) রাতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
পৌরসভা মিলনায়তনে উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মোঃ মতিয়ার রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, আমতলী থানার ওসি মোঃ আবুল বাশার, উপজেলা ভাইস চেয়ারম্যান মজিবুর রহমান, ইউপি চেয়ারম্যান মোঃ মোতাহার উদ্দিন মৃধা, এ্যাড. আলহাজ্ব নুরুল ইসলাম,আখতারুজ্জামান বাদল খান, মোঃ বোরহান উদ্দিন মাসুম তালুকদার, হারুন অর রশিদ হাওলাদার, পৌরসভার সচিব মোঃ আবুল কালাম আজাদ, কাউন্সিলর আবুল বাশার রুমি, মোঃ মোয়াজ্জেম হোসেন ফরহাদ, আমতলী সরকারী কলেজের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক মোঃ আবুল বিশ্বাস, আমতলী একে সরকারী হাই স্কুলের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ বজলুর রহমান, উপজেলা আওয়ামীলীগ দপ্তর সম্পাদক আলহাজ্ব আনোয়ার হোসেন ফকির, আঁচল ইন্টারন্যাশনাল আইডিয়াল স্কুলের অধ্যক্ষ মুক্তিযোদ্ধা আবদুর রশিদ খাঁন, উপজেলা উদীচীর সভাপতি অশোক মজুমদার ও এ্যাড. মোঃ মিজানুর রহমান প্রমুখ।
এ মতবিনিময় সভায় শিক্ষক,সাংবাদিক, সুশীল সমাজের লোকজনসক বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিল।
পৌর মেয়র মতিয়ার রহমান তার বক্তব্যে বলেন, ৩২ লক্ষ টাকা ব্যয়ে দীর্ঘ তিন বছর অক্লান্ত পরিশ্রম করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষ্কর্য নির্মাণ করেছি। বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীর দিনে (১৭ মার্চ) শুধুমাত্র আমতলীতেই বঙ্গবন্ধুর ভাষ্কর্য উন্মোচিত হবে। মুজিব জন্মশত বার্ষিকীতে আমতলীবাসী ইতিহাসের পাতায় নাম লিখে রাখলো।

এমএইচকে/এমআর

বাংলাদেশ সময়: ২০:৪৮:৩৩ ● ৪৩১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ