কলাপাড়ায় খাল বে-দখল নির্মিত হয়েছে বাড়ি-ঘর

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » কলাপাড়ায় খাল বে-দখল নির্মিত হয়েছে বাড়ি-ঘর
সোমবার ● ৯ মার্চ ২০২০


কলাপাড়ায় খাল বে-দখল নির্মিত হয়েছে বাড়ি-ঘর

কলাপাড়া (পটুয়াখালী) সাগরকন্যা অফিস॥

গোলবুনিয়ার খালকে কেউ কেউ বিলের খালও বলছেন। ওই খালটি দখল করে বাড়ি-ঘর তোলা হচ্ছে। পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের আদমপুর গ্রামে এ দৃশ্য দেখা গেছে। সেখানকার বাসিন্দা জালাল উদ্দিন টুঙ্গিবাড়িয়া মৌজার এ খালটির ৯০ ভাগ দখল করে ভরাট করেছেন। যার দাগ নম্বর-১০৫২। এখন সেখানে একটি টিনশেড ঘরের অবকাঠামো দাঁড় করানো হয়েছে। শুধু চালের ছাউনি বাকি। জালাল উদ্দিনের বাবা আব্দুল হামিদ আকন জানান, এটি খাল নয়, একজনের বন্দোবস্ত পাওয়া খাস জমি তিনি সিডরের আগে কিনেছেন। ওই জায়গায় এখন ঘর তুলছেন। পানির প্রবাহ ঠিক রাখতে কুড়ি শতাংশ জায়গা ছেড়ে দিয়েছেন বলে তার দাবি।
সরেজমিনে দেখা গেছে, স্লুইস সংযুক্ত এ খালটিতে এখনও জোয়ারের নোনা পানি উঠছে। বর্ষায় চাষাবাদের স্বার্থে খালটিতে পানির প্রবাহ না থাকলে চাষাবাদের মারাত্মক সমস্যায় পড়তে হয়। এলাকার একাধিক ব্যক্তির ক্ষোভ ভূমি অফিসের লোকজন অপকর্ম করে খালকে চাষযোগ্য কৃষিজমি দেখিয়ে বন্দোবস্ত দেয়ায় এমন সমস্যা তৈরি হচ্ছে। দুর্নীতিবাজ সার্ভেয়াররা এমনসব অপকর্ম করে কৃষকের সর্বনাশ করে দিয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুনিবুর রহমান জানান, খাল দখল ও ভরাট রোধে উচ্ছেদ অভিযান চলমান রয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমইউএম/এমআর

বাংলাদেশ সময়: ১৭:২০:৪৮ ● ৩৩১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ