কলাপাড়ায় জাল নোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » কলাপাড়ায় জাল নোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
শনিবার ● ৭ মার্চ ২০২০


কলাপাড়ায় জাল নোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা

কলাপাড়া (পটুয়াখালী) সাগরকন্যা অফিস॥

পটুয়াখালীর কলাপাড়ায় জাল নোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা শনিবার (৭ মার্চ ) বেলা ১১টায় পৌর শহরের শেখ কামাল অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ বাংক এর সহযোগিতায় জনতা ব্যাংক কলাপাড়া শাখার আয়োজনে এ কর্মশালায় সভাপতিত্ব করেন জনতা ব্যাংক পটুয়াখালী এরিয়া কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক মু. হাবিবুর রহমান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলাপাড়া পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার।
‘জাল নোট সর্বনাশ-থানা পুলিশ হাজতবাস, আসল নোট চিনব-নিশ্চিন্তে দিন গুনব’ প্রতিপাদ্য বিষয় নিয়ে প্রধান বক্তা হিসেবে আলোচনা করেন বাংলাদেশ ব্যাংক বরিশাল শাখার যুগ্ম পরিচালক আব্দুর রাজ্জাক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলাপাড়া পৌর বন্দর ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি দিদারুল আলম বাবুল। কর্মশালায় কলাপাড়া উপজেলায় কর্মরত অন্যান্য ব্যাংকের ম্যানেজার ও ক্যাশ অফিসারবৃন্দসহ ব্যবসায়ী ও বিভিন্ন পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এমইউএম/এমআর

বাংলাদেশ সময়: ১৮:৪৭:৫৩ ● ৩৫১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ