গোপালগঞ্জে কুপিয়ে পরিবহন শ্রমিককে হত্যা

প্রথম পাতা » ঢাকা » গোপালগঞ্জে কুপিয়ে পরিবহন শ্রমিককে হত্যা
বৃহস্পতিবার ● ৫ মার্চ ২০২০


গোপালগঞ্জে কুপিয়ে পরিবহন শ্রমিককে হত্যা

গোপালগঞ্জ সাগরকন্যা প্রতিনিধি॥

গোপালগঞ্জে কুপিয়ে ও দুই হাতের রগ কেটে গোলাম মওলা কাজী (৩০) নামে এক পরিবহন শ্রমিককে হত্যা করেছে দূর্বৃত্তরা। বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুর ১ টার দিকে সদর উপজেলার ঘোষেরচর লেক পাড়ে প্রকাশ্যে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।
নিহত গোলামমওলা কাজী ঘোষেরচর কলাবাগান এলাকার মৃত. আব্দুল মান্নান কাজীর ছেলে। নিহত গোলাম মওলা কাজীর বড় ভাই ফরিদপুর পরিবহনের স্ট্যাটার মনির কাজী বলেন, তার আপন খালাতো ভাই সাদেক খাঁন ও আলামিন খাঁন তার ছোট ভাই মওলা কাজীকে মোবাইল ফোনে লেক পাড়ে ডেকে নিয়ে যায়। সেখানে পূর্বপরিকল্পনা অনুযায়ি দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে অপেক্ষারত ৪-৫ জন দূর্বৃত্ত গোলাম মওলার ওপর হামলা চালিয়ে তাকে গুরুতর জখম করে। দুবৃত্তরা তার দুই হাতের রগ কেটে লেকের মধ্যে ফেলে দেয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে গুরুতর অবস্থায় গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠালে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক তাফরিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত গোলাম মওলার আরেক ভাই মাসুদ কাজী জানান, জমিজমা সংক্রান্ত বিরোধ ও মাদক ব্যবসায়ে বাধা দেওয়ার কারণে খালাতো ভাই সদর উপজেলার মাঝিগাতী ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের ইসলাম খাঁনের ছেলে সাদেক খাঁন ও আলামিন খাঁনের সাথে তার বিরোধ চলছিল।

গোপালগঞ্জ থানার উপ-পুলিশ পরিদর্শক মিজানুর রহমান বলেন, লাশের সুরতহাল সম্পন্ন হয়েছে। গোলাম মওলার দুই হাতের রগ কর্তনের পাশপাশি তার শরীরের বিভিন্ন স্থানে  বেশ কয়েকটি স্থানে কোপের চিহ্ন রয়েছে। ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।

গোপালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম বলেন, নিহত গোলাম মওলা কাজী পুলিশের তালিকাভুক্ত একজন চিহ্নিত সন্ত্রাসী। গোপালগঞ্জ থানায় গোলাম মওলা কাজীর বিরুদ্ধে মাদক, চাঁদাবজি ও সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগে আন্তত ১০টি মামলা রয়েছে। জমিজমা সংক্রান্ত বিরোধ ও মাদক ব্যবসাকে কেন্দ্র করে এ হত্যাকান্ডের ঘটনা ঘটতে পারে বওলে ধারনা করা হচ্ছে। মামলার প্রস্তুতি চলছে।

এইচবি/এমআর

বাংলাদেশ সময়: ২২:৩৯:৩৭ ● ৪৮৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ