মহিপুরে বিরোধপূর্ণ মাছের ঘেরে বিষ প্রয়োগে মাছ নিধন!

প্রথম পাতা » সর্বশেষ » মহিপুরে বিরোধপূর্ণ মাছের ঘেরে বিষ প্রয়োগে মাছ নিধন!
বুধবার ● ৪ মার্চ ২০২০


---

কলাপাড়া সাগরকন্যা অফিস॥
পটুয়াখালীর কলাপাড়ার মহিপুর ইউনিয়নে বিরোধপূর্ণ মাছের ঘেরে বিষ প্রয়োগ করে পাঁচ লাখ টাকার ক্ষতির অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার দিবাগত রাতের ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় ভূক্তভোগী মোসাঃ রাশিদা বেগম বুধবার মহিপুর থানায় প্রতিপক্ষ মোঃ কামাল মল্লিক, রফেজ হাওলাদার, আলতাফ খান, রাসেল খানসহ আট জনের নাম উল্লেখ এবং ৫/৬ জনকে অজ্ঞাত হিসেবে আসামী করে একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, কলাপাড়া উপজেলার মহিপুর থানার শিববাড়িয়া মৌজায় এক একর জমি বন্দোবস্ত নিয়ে মোসাঃ রাশিদা বেগম মাছের ঘের তৈরী করে মাছ চাষ শুরু করে। তার সাফল্যে ঈর্ষান্বিত হয়ে প্রতিপক্ষ কামাল মল্লিক, রফেজ হাওলাদারসহ ১৪ জন মঙ্গলবার দিবাগত রাতে মাছে ঘেরে বিষ প্রয়োগ করে রুই, কাতল, গলদা চিংড়ি, তেলাপিয়া, কোড়াল, খসরুল, লাইলনটিকাসহ বিভিন্ন প্রজাতির পাঁচ লক্ষ টাকা মুল্যের মাছ নিধন করে।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানায়, অভিযোগ পাওয়া তদন্ত সাপেক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

বাংলাদেশ সময়: ১৫:১৩:৫৬ ● ৩২৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ