এমপিদের শপথের বৈধতা নিয়ে রিট খারিজ

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » এমপিদের শপথের বৈধতা নিয়ে রিট খারিজ
বৃহস্পতিবার ● ১৭ জানুয়ারী ২০১৯


এমপিদের শপথের বৈধতা নিয়ে রিট খারিজ

ঢাকা সাগরকন্যা অফিস॥

দশম জাতীয় সংসদের মেয়াদ শেষ হওয়ার আগে একাদশ জাতীয় সংসদে নির্বাচিতদের শপথ নেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদন হাই কোর্টে খারিজ হয়ে গেছে।
বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের হাই কোর্ট বেঞ্চ  বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) ‘উত্থাপিত হয়নি’ মর্মে আবেদনটি খারিজ করে দেয়। আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। তার সঙ্গে ছিলেন সাকিব মাহবুব। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা।
আদালতের আদেশের পর মাহবুব উদ্দিন খোকন সাংবাদিকদের বলেন, তারা এই আবেদন নিয়ে হাই কোর্টের অন্য বেঞ্চে যাবেন। ২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যরা ৯ জানুয়ারি শপথ নিয়েছিলেন। বিএনপিবিহীন ওই সংসদের যাত্রা শুরু হয়েছিল ওই বছরের ২৯ জানুয়ারি। সে অনুযায়ী আগামি ২৯ জানুয়ারি পর্যন্ত দশম সংসদের মেয়াদ। মেয়াদ অবসানের ৯০ দিন আগে থেকে পরবর্তী ৩০ দিনের মধ্যে নতুন নির্বাচন করার সাংবিধানিক বাধ্যবাধকতা অনুসরণ করে বিগত ৩০ ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচন হয়। নির্বাচনে বিজয়ীরা ৩ জানুয়ারি সংসদ সদস্য হিসেবে শপথ নেন। এরপর ৭ জানুয়ারি নতুন সরকারও শপথ নেয়। তার একদিন বাদে ৮ জানুয়ারি নতুন এমপিদের শপথ বাতিল করে গেজেট প্রকাশের দাবি জানিয়ে স্পিকার, প্রধান নির্বাচন কমিশনার, মন্ত্রিপরিষদ সচিবকে উকিল নোটিস দেন সুপ্রিম কোর্টের আইনজীবী তাহেরুল ইসলাম তৌহিদ। তার আইনজীবী হিসেবে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক বিএনপির যুগ্ম মহাসচিব মাহবুবউদ্দিন খোকন ওই নোটিস পাঠান। ওই নোটিসের জবাব না পাওয়ায় নতুন সাংসদদের শপথের বৈধতা চ্যালেঞ্জ করে ১৪ জানুয়ারি এই রিট আবেদন করেন তাহেরুল ইসলাম তৌহিদ।
নতুন এমপিদের শপথ বাতিল করে এ-সংক্রান্ত গেজেট প্রকাশ করতে হাই কোর্টের নির্দেশনা চাওয়া হয় সেখানে। বুধবার এ রিটের ওপর শুনানি শেষ করে আদালত বৃহস্পতিবার বিষয়টি আদেশের জন্য রেখেছিল। বৃহস্পতিবার সকালে আদেশের সময় রিটকারী পক্ষের আইনজীবী আদালতে বলেন, তারা রিটটি উপস্থাপন করতে চান না। কিন্তু অ্যাটর্নি জেনারেল তাতে আপত্তি জানিয়ে রিটের উপর আদেশ চান আদালতের কাছে। পরে আদালত রিটিটি ‘উত্থাপিত হয়নি’ মর্মে খারিজ করে দেয়।
আদেশের পর অ্যাটর্নি জেনারেল সাংবাদিকদের বলেন, সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী মৌলিক অধিকার ক্ষুণœ হলেই কেবল সংক্ষুব্ধ কোনো ব্যক্তি রিট আবেদন করতে পারেন। কিন্তু আবেদনকারী তাহেরুল ইসলাম তৌহিদ সংসদ সদস্যও না, একাদশ সংসদ নির্বাচনেও অংশ নেননি। তাই তার মৌলিক অধিকার ক্ষুণœ হয়েছে, এটা বলা যাবে না। আমরা আদালতে এই যুক্তি তুলে ধরে বলেছি, রিট আবেদনটি রক্ষণীয় নয়। পরে আদালত রিটটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন।
রিট আবেদনে বলা হয়েছিল, দশম জাতীয় সংসদের মেয়াদ শেষ হওয়ার আগে একাদশ সংসদের নবনির্বাচিত সদস্যরা শপথ নিয়ে সংবিধান লঙ্ঘন করেছেন। সংবিধানের ১২৩ (৩) অনুচ্ছেদে বলা আছে, প্রতি সংসদ মেয়াদোত্তীর্ণ হলে পূর্বের সংসদ সমাপ্তি না হওয়া পর্যন্ত এরা দায়িত্ব পালন করবেন। সে অনুযায়ী নবনির্বাচিত সংসদ সদস্যদের ৩ জানুয়ারি নেওয়া শপথে সংবিধান লঙ্ঘন হয়েছে। সংবিধানের ১৪৮ (৩) অনুচ্ছেদ অনুযায়ী শপথের জন্য নির্বাচিতদের উচিত ছিল ১২৩(৩) অনুচ্ছেদ অনুযায়ী ২৮ জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করা। সংবিধানের অনুচ্ছেদ ১৪৮ (৩) এ বলা আছে, এই সংবিধানের অধীন যে ক্ষেত্রে কোন ব্যক্তির পক্ষে কার্যভার গ্রহণের পূর্বে শপথ গ্রহণ আবশ্যক, সেই ক্ষেত্রে শপথ গ্রহণের অব্যবহিত পর তিনি কার্যভার গ্রহণ করিয়াছেন বলিয়া গণ্য হইবে। অনুচ্ছেদ ১২৩(৩) এ বলা আছে, তবে শর্ত থাকে যে, এই দফার (ক) উপ-দফা অনুযায়ী অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে নির্বাচিত ব্যক্তিগণ, ওই উপ-দফায় উল্লিখিত মেয়াদ সমাপ্ত না হওয়া পর্যন্ত, সংসদ সদস্যরূপে কার্যভার গ্রহণ করিবেন না।
রিট আবেদনে বলা হয়, একাদশ জাতীয় সংসদের নির্বাচিত সংসদ সদস্যদের শপথ নেওয়া কেবল বেআইনিই হয়নি, বেআইনিভাবে তারা তাদের পদের মেয়াদও বাড়িয়ে নিয়েছেন। সংবিধানের ৭২(৩) অনুচ্ছেদ অনুযায়ী বর্তমান সংসদের মেয়াদ শেষ হবে ২৯ জানুয়ারি। তাই শপথ নেওয়া নির্বাচিতরা শুধু আইনকেই বৃদ্ধাঙ্গুলি দেখাননি, তারা তাদের সংসদ সদস্য পদটিকেও অকার্যকর করে ফেলেছেন। রিট আবেদনের ওই যুক্তি নাকচ করে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, ৩০ জানুয়ারির আগে একাদশ জাতীয় সংসদের কাজ শুরু হবে না। এজন্য তাদের শপথও অবৈধ নয়।

এফএন/এমআর

বাংলাদেশ সময়: ১৯:৩২:০৩ ● ৬৩৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ