কলাপাড়ায় আইনি সহায়তার দাবিতে সংবাদ সম্মেলন

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » কলাপাড়ায় আইনি সহায়তার দাবিতে সংবাদ সম্মেলন
সোমবার ● ২ মার্চ ২০২০


কলাপাড়ায় আইনি সহায়তার দাবিতে সংবাদ সম্মেলন

কলাপাড়া (পটুয়াখালী) সাগরকন্যা অফিস॥

৪৫ বছর আগের কেনা ভোগদখলীয় জমিতে দখলদারের থাবায় দিশেহারা হয়ে পড়েছেন কলাপাড়া পৌরশহরের নতুন বাজারের বাসিন্দা আলহাজ রফিকুল ইসলাম মৃধা। প্রতিকার চেয়ে রবিবার রাতে সংবাদ সম্মেলন করেছেন তিনি।
লিখিত বক্তব্যে রফিকুল ইসলাম জানান, তিনি শহরের খেপুপাড়া মৌজার এসএ ২৮০ নং খতিয়ানের ২৪৫ ও ২৪৬ নং দাগের ৬৬ শতক জমি ক্রয় করেন। যার দলির নম্বর ১৫৫১। এজমি নির্বিঘেœ ভোগদখল করে আসছিলেন। ওই একই খতিয়ান থেকে রফিকুল ইসলামের জমির পেছন থেকে ১৯৮৭ সালে নদীর পাড় ঘেষে ৩৩ শতক জমি ক্রয় করেন হাজী মোক্তার আলী মৃধা ও রেজাউল করিম। যার দলিল নম্বর ৫৮৫২ ও ৫৯৬৪। এরপর থেকে রফিকুল ইসলামের সামনের জমি দখলে মরিয়া হয়ে লেগে থাকেন রেজাউল করিম ও হাজী মোক্তার আলী মৃধা। এমনকি এনিয়ে পৌরসভার মেয়রের কাছ থেকে সালিশ মেনে মাপজোক করে রফিকুল ইসলাম চৌহদ্দি দিয়ে তার দখলীয় জমি চিহ্নিত করে রেখেছেন। তারপরও রেজাউল করিম, মিঠু মৃধা ও এনিম মৃধা ২৪ ফেব্রুয়ারি তার জমি দখলের জন্য সশস্ত্রভাবে হুমকি দেয়া হয়। এনিয়ে বিজ্ঞ আদালতে মামলা করেছেন। রফিকুল ইসলাম এখন তার জমির দখল ঠেকাতে আইনি প্রতিকার চেয়েছেন।

এমইউএম/এমআর

বাংলাদেশ সময়: ২১:১৫:৫৩ ● ৪১৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ