কাউখালীতে জাটকা বিক্রির অপরাধে জরিমানা

প্রথম পাতা » পিরোজপুর » কাউখালীতে জাটকা বিক্রির অপরাধে জরিমানা
সোমবার ● ২ মার্চ ২০২০


কাউখালীতে জাটকা বিক্রির অপরাধে জরিমানা

কাউখালী (পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

পিরোজপুরের কাউখালীতে সোমবার (২ মার্চ) জাটকা বিক্রির অপরাধে দুইজনকে ছয় হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. খালেদা খাতুন রেখা এ জরিমানা করেন।  সোমবার সন্ধ্যায় ইউএনওর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত চিরাপাড়া অস্থায়ী বাজারে অভিযান চালায়। এ সময় বাজারে জাটকা বিক্রির দায়ে মাছ ব্যবসায়ী কবীর শেখ(৩৫) কে তিন হাজার টাকা  এবং দুলাল হাওলাদার(৩৪) কে তিন হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় জাটকা বিক্রি না করতে ব্যবসায়ীদের সতর্ক করে দেওয়া হয়। পরে জব্দকৃত জাটকা  স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।

আরএইচআর/এমআর

বাংলাদেশ সময়: ২০:৫৮:০৩ ● ৪১৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ