বঙ্গবন্ধুর সমাধিতে ঢাকা উত্তর সিটি মেয়রের শ্রদ্ধা নিবেদন

প্রথম পাতা » ঢাকা » বঙ্গবন্ধুর সমাধিতে ঢাকা উত্তর সিটি মেয়রের শ্রদ্ধা নিবেদন
শনিবার ● ২৯ ফেব্রুয়ারী ২০২০


বঙ্গবন্ধুর সমাধিতে ঢাকা উত্তর সিটি মেয়রের শ্রদ্ধা নিবেদন

গোপালগঞ্জ সাগরকন্যা প্রতিনিধি॥

মশক নিধন ও যানজট নিরসনে মেয়র আতিকুল ইসলাম বলেন, যেখানে আইন আছে, সেখানে ফাইনও আছে। ঢাকা উত্তরের প্রতিটি ওয়ার্ড কাউন্সিলরদের প্রতি নির্দেশ দেওয়া হয়েছে, সবার এলাকা যাতে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয় এবং ঠিকমত মসক নিধনের জন্য সঠিক ভাবে স্প্রে করা হয়। যদি এর কোন ব্যাতিক্রম হয় তাহলে তাদেরকে ফাইন করা হবে। এছাড়া ট্রাফিক আইনের সঠিক ব্যবহারের মাধ্যমে ঐক্য চেষ্টার সমন্বয়ে যানজট নিরসনের জন্য সকলের প্রতি তিনি আহবান জানান। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন পর সাংাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।
এর আগে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নবনির্বচিত মেয়র আতিকুল ইসলাম। আজ শনিবার বিকালে তিনি টুঙ্গীপাড়ায় পৌঁছে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ, বিশেষ দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে প্রয়াত নেতার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এসময় মেয়র আতিকুল ইসলামের সাথে নবনির্বাচিত কমিশনার বৃন্দ, ঢাকা উত্তর, গোপালগঞ্জ জেলা ও টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এইচবি/এমআর

বাংলাদেশ সময়: ১৯:৪২:২৬ ● ৪২৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ