কুয়াকাটায় বিপুল পরিমাণ ভারতীয় শাড়িসহ ১৩ চোরাকারবারী আটক

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » কুয়াকাটায় বিপুল পরিমাণ ভারতীয় শাড়িসহ ১৩ চোরাকারবারী আটক
শুক্রবার ● ২৮ ফেব্রুয়ারী ২০২০


---

কুয়াকাটা সাগরকন্যা অফিস॥
কুয়াকাটা সংলগ্ন গভীর বঙ্গোপসাগরে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও থ্রী-পিস বোঝাই একটি ট্রলার আটক করা হয়েছে। কোস্টগার্ড নিজামপুরের সদস্যরা বৃহস্পতিবার শেষ বিকেলে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ এসব শাড়ি ও থ্রী-পিস আটক করে। এসময় ট্রলারে থাকা ১৩ চোরাকারবারীকে গ্রেফতার করেছে কোস্টগার্ড।
কোস্টগার্ড নিজামপুরের চীফ পেটি অফিসার মোঃ ফারুক হোসাইনের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। তবে কোস্টগার্ড কর্তৃপক্ষ এবিষয় আজ শনিবার (২৯ ফেব্রুয়ারি) বিস্তারিত জানাবেন বলেছেন। একটি সূত্রে জানা গেছে, এ রুটে দীর্ঘদিন ধরে একটি চিহ্নিত চোরাচালানি চক্র ভারতীয় শাড়িসহ বিভিন্ন কাপড়-চোপড় পাচার করে আসছে। শুক্রবার বিকাল চারটায় এ বিষয় ব্রিফিং করার কথা থাকলেও পরে সময় পরিবর্তন করেন কোস্টগার্ড সদস্যরা। ফলে বিস্তারিত আর জানা যায়নি।

বাংলাদেশ সময়: ১৮:০৯:৩৮ ● ১৩২৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ