কলাপাড়ায় কমছে না পলিথিনের ব্যবহার

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » কলাপাড়ায় কমছে না পলিথিনের ব্যবহার
রবিবার ● ২৩ ফেব্রুয়ারী ২০২০


কলাপাড়ায় কমছে না পলিথিনের ব্যবহার

কলাপাড়া (পটুয়াখালী) সাগরকন্যা অফিস॥

কলাপাড়ার হাট-বাজারে নিষিদ্ধ পরিবেশ বিনাশী পলিথিনের ব্যবহার কমছে না। ফ্রি-স্টাইলে এ পলিথিন বেচা-কেনা চলছে। সকল পণ্য বিক্রেতাদের পলিথিন ব্যবহার করতে দেখা গেছে।
পৌরশহরের কাচা বাজারের মাছ, মাংশ, সবজি বিক্রেতারা একেকজন ক্রেতাকে তিন চারটা পলিথিন ধরিয়ে দিচ্ছেন। শুধুমাত্র পৌরশহরের প্রায় আট হাজার মানুষ প্রতিদিন কাঁচাবাজারসহ অন্যান্য বাজার করতে কমপক্ষে ২৫ হাজার পলিথিনের ব্যবহার করছে। এসব পলিথিন আবার বাসায় যাওয়ার পরে পারিবারিক বর্জ্য হিসেবে চলে যাচ্ছে ড্রেন কিংবা শহরের প্রাণখ্যাত খালটিতে। উপজেলা প্রশাসনসহ পৌরসভা কর্তৃপক্ষ এসব নিয়ে নীরব থাকায় পলিথিনের ব্যবহার ক্রমশ বাড়ছে। এমনিতেই পলিথিনসহ পারিবারিক বর্জ্যে খাল, ড্রেন সব পরিপূর্ণ। এখন আর ড্রেনের পানি অপসারন হয় না। খালের পানির প্রবাহ চরমভাবে বাধাগ্রস্থ হচ্ছে। পলিথিনের বর্জ্যে সব একাকার হয়ে যাচ্ছে। ক্রমশ পলিথিন বর্জ্যরে চাপে কলাপাড়া শহরবাসী এখন বাস উপযোগীতা হারিয়ে ফেলার শঙ্কায় পড়েছেন। প্রশাসনের নীরবতায় পলিথিনের ব্যবহার চরম শঙ্কাজনক অবস্থায় পৌছেছে। পরিবেশ বিনাশী পলিথিনের ব্যবহার বন্ধে সচেতন মানুষ আইনের প্রতিকার চেয়েছেন। সাধারণ মানুষকে এ বিষয় সচেতনতার চেয়ে আইনের যথাযথ প্রয়োগ বেশি কার্যকর বলে মনে করছেন পরিবেশ বান্ধব কর্মীরা। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে পলিথিন নিষিদ্ধ আইনের কোন কার্যকরিতা নেই।

এমইউএম/এমআর

বাংলাদেশ সময়: ১৯:৪২:০১ ● ৩২৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ