কাউখালীতে আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন রবিবার

প্রথম পাতা » পিরোজপুর » কাউখালীতে আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন রবিবার
শনিবার ● ২২ ফেব্রুয়ারী ২০২০


কাউখালীতে আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন রবিবার

কাউখালী(পিরোজপুর)সাগরকন্যা প্রতিনিধি॥

টান টান উত্তেজনার মধ্য দিয়ে রবিবার (২৩ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হতে যাচ্ছে পিরোজপুরের কাউখালী উপজেলা আওয়ামী লীগের সম্মেলন। দলের মধ্যে রয়েছে কোন্দল, নানান অভিযোগ-অনুযোগ। এর মধ্যেই অনুষ্ঠিত হতে যাচ্ছে সম্মেলন।
দীর্ঘ পাচঁ বছর পর সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তবে সম্মেলন ঘিরে তৃণমূলের ত্যাগী নেতাকর্মীরা উজ্জীবিত হলেও কোন্দলের কারণে সংঘর্ষের আশঙ্কা করছেন অনেকেই। এরই মধ্যে কাউখালী উপজেলা আওয়ামী লীগের সম্মেলনের  পোস্টারকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছে বির্তকের। একটি পক্ষ এ সম্মেলন বানচালের পাঁয়তারা করছে বলেও আওয়ামী লীগের একটি অংশ সংশয় প্রকাশ করেছে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে বির্তক।
স্থানীয় অধিকাংশ নেতা-কর্মীদের প্রত্যাশা গণতান্ত্রিক প্রক্রিয়ায় সম্মেলনের মাধ্যমে বেড়িয়ে আসবে উপজেলা কমিটির নতুন পরিক্ষিত নেতৃত্ব।
সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। এ সম্মেলনের মাধ্যমে আগামী ৩ বছরের জন্য দলের নতুন নেতৃত্ব নির্বাচন করা হবে। কে আসবেন নতুন নেতৃত্বে এনিয়ে শহর থেকে-গ্রাম পর্যন্ত নেতা-কর্মীদের মাঝে চলছে চুল চেরা বিশ্লেষণ এবং জল্পনা-কল্পনা।
উপজেলা আওয়ামী লীগের  সম্পাদক তালুকদার মো. দেলোয়ার হোসেন জানান, উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। আশা করছি উৎসব মুখর পরিবেশের মধ্যদিয়ে সম্মেলন অনুষ্ঠিত হবে।
এদিকে দলের নতুন নেতৃত্বে আসতে আগ্রহীরা বলছেন তারা নির্বাচিত হলে ৩ বছর পর পর সম্মেলনের ব্যবস্থা করবেন।
কাউখালী উত্তর বাজার পুরাতন হাসপাতাল মাঠে সম্মেলনের উদ্বোধন করবেন পিরোজপুর জেলা আওয়ামীলীগের সভাপতি, সাবেক সংসদ সদস্য এ.কে.এম. এ আউয়াল এবং প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন।
২০১৪ সালের ৩০ সেপ্টেম্বর সর্বশেষ সম্মেলনে সভাপতি পদে অ্যাডভোকেট এম, নুরুল হক এবং সাধারন সম্পাদক পদে তালুকদার মো. দেলোয়ার হোসেন নির্বাচিত হয়েছিলেন।

আরএইচআর/এমআর

বাংলাদেশ সময়: ২০:১১:২৯ ● ১৩৫৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ