ফুলবাড়ীতে যথাযোগ্য মর্যাদায় মাতৃভাষা দিবস পালিত

প্রথম পাতা » রংপুর » ফুলবাড়ীতে যথাযোগ্য মর্যাদায় মাতৃভাষা দিবস পালিত
শুক্রবার ● ২১ ফেব্রুয়ারী ২০২০


---

আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) থেকে॥
দিনাজপুরের ফুলবাড়ীতে যথাযোগ্য মর্যদায় জাতীয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত। আজ ২১ ফেরুয়ারি শুক্রবার দিবসটি উদযাপন উপলক্ষ্যে ফুলবাড়ীর উপজেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতি ও পেশা জিবী সংগঠন বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে পালন করেছে। কর্মসূচীর মধ্যে ছিল সকল সরকারি, বেসরকারি, স্বায়্ত্তশাসিত প্রতিষ্ঠান এবং বাসা-বাড়িতে জাতীয় পতাকা অর্ধনিমিত্ত, কালো ব্যাজ ধারন এবং আলোচনা সভার আয়োজন।
দিবসের শুরুতেই রাত ১২টা ১মিনিটে দিনাজপুর-৫ (ফুলবাড়ী-পার্বতীপুর) এর সংসদ সদস্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি সাবেক মন্ত্রী বীরমুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মোঃ মোস্তাফিজুর রহমান এমপি, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুস সালাম চৌধুরী, উপজেলা চেয়ারম্যা মোঃ আতাউর রহমান মিল্টন এর নেতৃত্বে উপজেলা পরিষদ, ফুলবাড়ী মুক্তিয্দ্ধো কমান্ড, পৌর মেয়র মুরতুজা সরকার মানিকের নের্তৃত্বে পৌর পরিষদ, ফুলবাড়ী থানার অফিসার্জ ইন চার্জ মোঃ ফখরুল ইসলাম, ফুলবাড়ী সরকারি কলেজ, ফুলবাড়ী শহীদ স্মৃতি আদর্শ কলেজ,ফুলবড়া মহিলা কলেজ, ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাব, স্থানীয় দৈনিক দেশমা, ফুলবাড়ী প্রেসক্লাব,ফুলবাড়ী উপজেলা জাতীয় পার্টি, গণফ্রন্ট, সিপিবি, টিএম হেলথ কেয়ার, মধ্যপাড়া পাথর খনির জিটিসি, স্থানীয় সাপ্তাহিক ফুলবাড়ীবার্তা, ফ্রেন্ডস্ গ্রুপ (একটি সামাজিক উন্নয়ন মূলক সংগঠন) ভাব গম্ভীরর্য পরিবেশের মধ্য দিয়ে ফুলবাড়ী কেন্দ্রীয় শহীদ মিনারের বেদীতে পুষ্পা অর্ঘ্য অর্পণ করে।
সকালে প্রভাত ফেরীর মাধ্যমে ফুলবাড়ী উপজেলা আওয়ামীলীগ ও এর অংগ সংগঠন, উপজেলা বিএনপি, সুজাপুর মডেল উচ্চ বিদ্যালয়, ফুলবাড়ী জি.এম. পাইলট উচ্চ বিদ্যালয়, গ্রীনল্যান্ড মডেল স্কুল সহ পৌর শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সাংস্কৃতিক সংগঠন কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করে।

বাংলাদেশ সময়: ১১:৫০:০২ ● ৩৭৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ