দশমিনায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

প্রথম পাতা » সর্বশেষ » দশমিনায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
শুক্রবার ● ২১ ফেব্রুয়ারী ২০২০


দশমিনায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

দশমিনা(পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

পটুয়াখালীর দশমিনা উপজেলায় শুক্রবার (২১ফেব্রুয়ারী) মহান দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়। দিবসটি যথাযথ ভাবে পালনের লক্ষ্যে উপজেলা প্রশাসন, বাংলাদেশ আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠন এবং উপজেলার বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন প্রভাত ফেরি ও আলোচনা সভার আয়োজন করে।
দশমিনা সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শহীদ মিনারে দিবসের প্রথম প্রহরে পুস্পস্তবক অর্পন করেন নৌ পরিবহন মন্ত্রনালয় সর্ম্পকিত স্থায়ী কমিটির সদস্য ও পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য এস.এম,শাহাজাদা সাজু। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুস্প স্তবক অর্পন করেন সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া ফেরদৌস। প্রশাসনের পরেই বাংলাদেশ আওয়ামী লীগ দশমিনা উপজেলা শাখার পক্ষ থেকে পুস্প স্তবক অর্পন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি আবদুল আজিজ মিয়া ও সাধারন সম্পাদক এডভোকেট ইকবাল মাহমুদ লিটন। দশমিনায় কর্মরত সংবাদকর্মীগন পুস্পস্তবক অর্পন করেন। উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের গছানী সরকারি প্রাথমিক ও গছানী মাধ্যমিক বিদ্যালয়ের শহীদ মিনারে সর্বস্তরের জনগন পুস্পস্তবক অর্পন করেন। এ ছাড়া উপজেলার বিভিন্ন সরকারী ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রাঙ্গনে নির্মিত শহীদ মিনারে শিক্ষক ও শিক্ষার্থীরা শ্রদ্ধাঞ্জলি শেষে প্রভাত ফেরিতে অংশ নেয়।

এসবি/এমআর

বাংলাদেশ সময়: ১৭:১৮:৫৪ ● ৪২২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ