কলাপাড়ায় শেখ রাসেল শিশু কিশোর পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রথম পাতা » বিবিধ » কলাপাড়ায় শেখ রাসেল শিশু কিশোর পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বৃহস্পতিবার ● ২০ ফেব্রুয়ারী ২০২০


কলাপাড়ায় শেখ রাসেল শিশু কিশোর পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কলাপাড়া (পটুয়াখালী) সাগরকন্যা অফিস॥

“আমরা সবাই রাসেল হব, বুবুর দেশ গড়ে দেব” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর কলাপাড়ায় বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) উপজেলা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য রেলি বের হয়ে কলাপাড়া পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পরিষদ চত্বরে শেষ হয়। উপজেলা  অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক সিফাত আহসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন কলাপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ‘বীর মুক্তিযোদ্ধা’ এসএম রাকিবুল আহসান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলাপাড়া সাংবাদিক ক্লাবের সভাপতি নীলরতন কুন্ডু নিলয়, কলাপাড়া পৌর শহর কৃষকলীগের সভাপতি এস এম সৌরভ সিকদার, কলাপাড়া উপজেলা মহিলা আওয়ামী লীগ আহ্বায়ক কমিটির সদস্য সালমা কবীর, পরিষদের যুগ্ম আহ্বায়ক আবদুল্লাহ আল রিফাত, খন্দকার রুমি পারভিন। বক্তারা তাদের বক্তব্যে শেখ রাসেলের বর্ণাঢ্য জীবন সম্পর্কে ও ১৫ ই আগস্ট একটি শিশু সহ তার পরিবারকে কিভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছিল সেই বিষয়ে আলোকপাত করেন।
এরপর  অথিতিবৃন্দকে সাথে নিয়ে পরিষদের সদস্যরা কেক কাটার মাধ্যমে ৩২ তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান সম্পন্ন করেন।

এনআরএন/এমআর

বাংলাদেশ সময়: ১৮:২২:৩৬ ● ৩৫৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ