গোপালগঞ্জে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের অপব্যবহার রোধে সমন্বয় কর্মশালা

প্রথম পাতা » ঢাকা » গোপালগঞ্জে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের অপব্যবহার রোধে সমন্বয় কর্মশালা
মঙ্গলবার ● ১৮ ফেব্রুয়ারী ২০২০


গোপালগঞ্জে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের অপব্যবহার রোধে সমন্বয় কর্মশালা

গোপালগঞ্জ সাগরকন্যা প্রতিনিধি॥

গোপালগঞ্জে মানি লন্ডারিং ও সন্ত্রাসী কর্মকান্ডে অর্থায়ন প্রতিরোধে, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস এর অপব্যবহার রোধে সমন্বয় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকালে গোপালগঞ্জ শেখ ফজলুল হক মনি মিলনায়তনে, বিকাশ লিমিটেড এর আয়োজনে ও গোপালগঞ্জ জেলা পুলিশের সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মুহাম্মদ সাইদুর রহমান খাঁন। বিশেষ অতিথি ছিলেন বিকাশ খুলনা অঞ্চলের প্রধান মেজর(অব.) এ কে এমমনিরুল ইসলাম, রিজিওনাল এন্টি মানি লন্ডারিং কর্মকর্তা মো: ছাব্বির ফায়সাল, অতিরিক্ত পুলিশ সুপার সদর (সার্কেল) মোহাম্মদ ছানোয়ার হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, গোপালগঞ্জ বিকাশের ডিষ্ট্রিবিউটর শেখ রেফাউল হক মঞ্জু।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের বিভিন্ন থানার কর্মকর্তা ও সকল বিকাশ এজেন্ট। কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার সাইদুর রহমান খান বিকাশ এজেন্টদের সকল আইন মেনে অর্থ লেনদেনের পরামর্শ দেন।

এইচবি/এমআর

বাংলাদেশ সময়: ২১:০৬:৪০ ● ৩৮৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ