চরফ্যাশনে রেডিও মেঘনার প্রতিষ্ঠা বার্ষিকী পালন

প্রথম পাতা » গণমাধ্যম » চরফ্যাশনে রেডিও মেঘনার প্রতিষ্ঠা বার্ষিকী পালন
মঙ্গলবার ● ১৮ ফেব্রুয়ারী ২০২০


চরফ্যাশনে রেডিও মেঘনার প্রতিষ্ঠা বার্ষিকী পালন

চরফ্যাশন (ভোলা) সাগরকন্যা প্রতিনিধি॥

চরফ্যাশন উপজেলার উপকূলের কন্ঠস্বরবহুল প্রচারিত রেডিও মেঘনা ৫তম বর্ষে পদার্পণ উপলক্ষে চরফ্যাশনে কেক কাটা অনুষ্ঠান ও আনন্দ শোভাযাত্রা আপনার রেডিওতে বাজুক আপনার কন্ঠস্বর সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ৮ টায় চরফ্যাশন উপজেলা নির্বাহী কার্মকর্তার কার্যালয়ে কেককেটে অনুষ্ঠানের শুভ উদ্ধোধন করেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মো.সোহেল ও চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ ওসি শামসুল আরেফীন, প্রেস ক্লাব সভাপতি আবুল হাসেন মহাজন, ওয়ার্ড কাউন্সিলর আক্তারুল আলম সামু, যুগান্তর দক্ষিণ প্রতিনিধিসহ রেডিও মেঘনার কর্মকর্তাগণ।
বক্তরা বলেন, বাংলাদেশের ১৮টি কমিউনিটি রেডিওর মধ্যে  রেডিও মেঘনা ১৫তম। এই উপজেলায় রেডিও মেঘনা প্রতিষ্ঠার পর থেকেই সুনামের সাথে পরিচালিত হয়ে আসছে। বক্তরা রেডিও মেঘনার উত্তরোত্তর সাফল্যে ও সমৃদ্ধি কামনা করেন।
চরফ্যাশন উপজেলা রেডিও মেঘনার স্টেশন ম্যানেজার নিপা দে কনিকার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কোস্ট ট্রাস্ট জেলা টিম লিডার রাশিদা বেগম, চরফ্যাশন থানা অফিসার ইনচার্জ ওসি শামসুল আরেফীন, রেডিও মেঘনার ৫মবর্ষে পর্দাপন করায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উপকূলের সাধারণ মানুষ।

এএইচ/এমআর

বাংলাদেশ সময়: ২০:৪২:৪৯ ● ৩৫৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ