তালতলী উপাধ্যক্ষকে জখমের প্রতিবাদে মানববন্ধন

প্রথম পাতা » বরগুনা » তালতলী উপাধ্যক্ষকে জখমের প্রতিবাদে মানববন্ধন
সোমবার ● ১৭ ফেব্রুয়ারী ২০২০


তালতলী উপাধ্যক্ষকে জখমের প্রতিবাদে মানববন্ধন

আমতলী (বরগুনা) সাগরকন্যা প্রতিনিধি॥

বরগুনার তালতলী সরকারি কলেজের উপাধাক্ষ আবদুর রহমানকে কুপিয়ে জখমের প্রতিবাদে দ্বিতীয় দিনে মানববন্ধন করেছে প্রাক্তন শিক্ষার্থীরা।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় তালতলী বাজারে মানববন্ধনে ব্যবসায়ী, জনতাসহ বিভিন্ন শ্রেনীর পেশার মানুষ সন্ত্রাসীদের বিচার দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে।  শনিবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার কলাবাগান এলাকায় তালতলী সরকারি কলেজের উপাধাক্ষ ও হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আবদুর  রহমানের নিজ বাসায়  সন্ত্রাসীরা বাড়িতে প্রবেশ করে অতর্কিত হামলা চালায়। সন্ত্রাসীরা  উপাধাক্ষ ও তার স্ত্রী কুপিয়ে গুরুতর জখম করে। স্থানীয়রা উদ্ধার করে আবদুর রহমানে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। বর্তমানে তারা ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এ ঘটনার বিচার দাবীতে কলেজের শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচী পালন করেছে। তালতলী সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ হারুন অর রশিদ খানের সভাপতিত্বে দ্বিতীয় দিনের ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন প্রভাষক সিদ্দিকুর রহমান, প্রভাষক আবদুল হালিম, যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শাজাহান টুকু, বড়বগী ইউপি সদস্য নজরুল ইসলাম খান লিটু, যুবলীগের আহ্বায়ক মারুফ রায়হান তপু, যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান কামাল মোল্লা, উপজেলা  ছাত্রদলের সভাপতি আতিকুর রহমান অসিম, উপজেলা ছাত্রলীগ সভাপতি সরোয়ার হোসেন স্বপন, সাধারণ সম্পাদক মিনহাজুল আবেদীন মিঠু,সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন ও ফয়সাল আহমেদ প্রমুখ।
সহকারী পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম (আমতলী-তালতলী সার্কেল) বলেন, এ ঘটনার সাথে জড়িত আইনের আওতায় আনার জন্য পুলিশ প্রশাসন জোড় চেষ্টা চালাচ্ছে। দ্রুত সময়ের মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করতে সক্ষম হবো।

এমএইচকে/এমআর

বাংলাদেশ সময়: ১৯:৫৬:০৮ ● ২৯০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ