কলাপাড়া (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥
পটুয়াখালীর কলাপাড়া সাংবাদিক ক্লাবের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। রবিবার (১৬ ফেব্রুয়ারি) কলাপাড়া সাংবাদিক ক্লাবে দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানের সকালে জাতীয় পতাকা উত্তোলন করেন কলাপাড়া পৌর মেয়র ও কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি বিপুল চন্দ্র হাওলাদার ও ক্লাবের সাংগঠনিক পতাকা উত্তোলন করেন কলাপাড়া সাংবাদিক ক্লাবের সভাপতি নীলরতন কুন্ডু নিলয়। পরে জন্মদিন কে স্বাগত জানি়েয় কলাপাড়া পৌর শহরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রা শেষে দুপুর ১২ টায় ক্লাব কার্যালয়ে আলোচনা সভায় কলাপাড়া সাংবাদিক ক্লাবের সভাপতি নীলরতন কুন্ডু নিলয়’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দোলন ঢালীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়ার পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কলাপাড়া সাংবাদিক ক্লাব সাধারণ পরিষদের এক নম্বর সদস্য অধ্যাপক মঞ্জুরুল আলম, কলাপাড়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক জীবন কুমার মন্ডল, কুয়াকাটা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও সাংবাদিক ক্লাব সদস্য অনন্ত কুমার মুখার্জি, কলাপাড়া উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক সৈয়দ তারেকুজ্জামান তারা, কলাপাড়া উপজেলা শ্রমিক লীগের সভাপতি হীরা হাওলাদার স্বপন , প্রথম আলো বন্ধুসভা কলাপাড়া শাখার সভাপতি মোস্তফা জামান সুজন, কলাপাড়া উপজেলা মহিলা আওয়ামীলীগ আহ্বায়ক কমিটির সদস্য শুভ্রা মুখার্জী কল্যাণী, রুবিনা ইসলাম, সালমা কবীর, রাশিদা বেগম, রিপোর্টার্স ক্লাব দপ্তর সম্পাদক ওমর ফারুক, প্রচার সম্পাদক ইমন আল আহসান, সদস্য এইচআর মুক্তা, আরিফ শিকদার, মাসুম বিল্লাহ।
এ সময় আরো উপস্থিত ছিলেন কলাপাড়া ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আল মামুন আজিম, কলাপাড়া উপজেলা ছাত্রদল সভাপতি মহিউদ্দিন সিকদার সোহেল, সংবাদকর্মী ইলিয়াস জাভেদ, কলাপাড়া সাংবাদিক ক্লাবের সহ-সভাপতি ডক্টর ইব্রাহিম খলিল, জাকির শিকদার, আরিফ বিল্লাহ নাসিম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সোবহান হাওলাদার, অ্যাডভোকেট গোলাম মোস্তফা, দপ্তর সম্পাদক সোহাগ হাওলাদার, প্রচার সম্পাদক মোঃ আবু জাফর প্রদীপ, সদস্য মহিবুল্লাহ পাটোয়ারী সহ কলাপাড়ার বিভিন্ন রাজনৈতিক পেশাজীবী প্রশাসনিক শ্রেণি-পেশার মানুষ।
আলোচনা সভা শেষে দুপুর সাড়ে ১২টায় প্রথম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়। কেক কাটা শেষে আগত অতিথি ও ক্লাব সদস্যদের পরিবেশনায় এক ঘরোয়া মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এনআর/এমআর