নেছারাবাদে সন্ত্রাস,জঙ্গিবাদ ও নারী নির্যাতন রোধে প্রশিক্ষন কর্মশালা

প্রথম পাতা » পিরোজপুর » নেছারাবাদে সন্ত্রাস,জঙ্গিবাদ ও নারী নির্যাতন রোধে প্রশিক্ষন কর্মশালা
রবিবার ● ১৬ ফেব্রুয়ারী ২০২০


নেছারাবাদে সন্ত্রাস,জঙ্গিবাদ ও নারী নির্যাতন রোধে প্রশিক্ষন কর্মশালা

নেছারাবাদ (পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

নেছারাবাদে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, বাল্য বিয়ে ও নারী নির্যাতনের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি মুলক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলা মিলনায়তনে নেছারাবাদ থানা পুলিশের আয়োজনে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প, স্থানী সরকার বিভাগ ও জাপান বাংলাদেশ ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)’র সহায়তায় ওই কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালয় প্রধান অতিথি ও প্রধান ট্রেইনার হিসাবে উপস্থিত ছিলেন পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার কাজী শাহনেওয়াজ। এসময় আরো প্রশিক্ষন দেন সহকারী পুলিশ সুপার, নেছারাবাদ সার্কেল মো. রিয়াজ হোসেন পিপিএম, উপজেলা মেডিকেল অফিসার ডা. তৌফিকুল ইসলাম, ওসি মো. কামরুজ্জামান তালুকদার।
দিন ব্যাপী ওই কর্মশালায় বিভিন্ন পত্রিকার ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক, মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, ইমাম, পুরহিত, বিবাহ রেজিষ্ট্রারার, গ্রাম পুলিশ, আনসার ভিডিপিসহ ৫০ জন সদস্য অংশগ্রহন করেন। প্রশিক্ষন কর্মশালা সঞ্চালনায় ছিলেন এস আই মোঃ মুজিবুর রহমান।

এআরএ/এমআর

বাংলাদেশ সময়: ২১:৪০:৫৪ ● ৪০৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ