পায়রা তাপ বিদ্যুত কেন্দ্রে ২০ চীনা নাগরিক সবাই সুস্থ, কাজে যোগদানের অনুমতি

প্রথম পাতা » বিবিধ » পায়রা তাপ বিদ্যুত কেন্দ্রে ২০ চীনা নাগরিক সবাই সুস্থ, কাজে যোগদানের অনুমতি
বৃহস্পতিবার ● ১৩ ফেব্রুয়ারী ২০২০


পায়রা তাপ বিদ্যুত কেন্দ্রে ২০ চীনা নাগরিক সবাই সুস্থ

কলাপাড়া (পটুয়াখালী) সারকন্যা অফিস॥

কলাপাড়ায় পায়রা তাপ বিদ্যুত কেন্দ্রে নিয়ন্ত্রনে (কোয়ারেন্টাইন) থাকা ২০ চীনা নাগরিক সবাই সুস্থ রয়েছেন। ১৬ ফেব্রুয়ারি থেকে তারা কাজে যোগ দিতে পারবেন।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে এদের স্বাস্থ্য পরীক্ষাসহ সর্বশেষ পরিস্থিতি পর্যবেক্ষণ করতে তাপ বিদ্যুত কেন্দ্রের প্রকল্প এলাকা পরিদর্শন করেছেন বরিশাল স্বাস্থ্য বিভাগের পরিচালক বাসুদেব কুমার দাস। তাঁর সঙ্গে ছিলেন পটুয়াখালীর সিভিল সার্জন মো. জাহাঙ্গীর হোসেন ও কলাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিন্ময় হালদার। করোনা ভাইরাস সম্পর্কিত সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা তাপ বিদ্যুত কেন্দ্রে কর্মরত অপর চীনা নাগরিকদের স্বাস্থ্যের খোঁজ খবর নেন এবং স্বাস্থ্য সম্পর্কিত পরামর্শ প্রদান করেন।
কলাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিন্ময় হাওলাদার বলেন, ‘সতর্কতার জন্য ২০ চীনা নাগরিককে গত ২৮ জানুয়ারি পায়রা তাপ বিদ্যুত কেন্দ্র এলাকার একটি অংশে নিয়ন্ত্রনে (কোয়ারেন্টাইন) করে রাখা হয়েছিল। এদের মধ্যে ৩০ জানুয়ারি ১৭ জন, ২৩ জানুয়ারি দুই জন, এবং ২৬ জানুয়ারি এক জন, বাংলাদেশে ফিরেছেন। স্বাস্থ্য বিভাগের নির্দেশে ১৪ দিন ধরে তাঁদের বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছিল। ১৪ দিন শেষে তাঁদের শরীরে ভাইরাসের কোনো উপসর্গ না পাওয়ায় তাঁদের কাজে যোগদানের অনুমতি দেয়া হয়েছে।
পায়রা তাপ বিদ্যুত কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মো. রেজওয়ান ইকবাল খান জানান, প্রকল্পে কয়লাবাহী যেসব জাহাজ  আসছে ওইসব জাহাজের ক্রুদের জাহাজ থেকে নামতে দেয়া হচ্ছে না এবং বিশেষ সতর্কতায় কয়লা খালাসের কাজ চলছে।

এমইউএম/এমআর

বাংলাদেশ সময়: ২১:২৩:৫৯ ● ২৯৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ