কাউখালীতে ১১ জুয়ারির দন্ড

প্রথম পাতা » পিরোজপুর » কাউখালীতে ১১ জুয়ারির দন্ড
বৃহস্পতিবার ● ১৩ ফেব্রুয়ারী ২০২০


কাউখালীতে ১১ জুয়ারির দন্ড

কাউখালী(পিরোজপুর)সাগরকন্যা প্রতিনিধি॥

পিরোজপুরের কাউখালীর কেউন্দিয়া বাজারের একটি ক্লাবে অভিযান চালিয়ে আটক ১১জন জুয়াড়িকে প্রকাশ্যে জুয়া খেলার অপরাধে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আটক ১০ জন জুয়ারি কে একমাস ও একজন জুয়ারিকে ১০দিন কারাদন্ড  দেন কাউখালী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা, খালেদা খাতুন রেখা। এ সময় কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।
একমাস করে দন্ডপ্রাপ্তরা হলেন,উপজেলার কেউন্দিয়া গ্রামের সেলিম (৫৫), লুৎফর রহমান (৫৫), আতিকুর রহমান (৪৭), রমিজ উদ্দন (৪৬), টিপু তালুকদার ৩৮), মোঃ মিরাজ (৩৫),নাজমুল ইসলাম (৩৫), ফয়েজ উদ্দিন (৩৮),মোঃ নাহিদ (৩০), হাফিজুর রহমান (৩৫),।আর এমদাদুল হক(৬৪)কে ১০ দিনের কারাদন্ড দিয়েছেন্
জানাগেছে, বৃহস্পতিবার বিকেলে উপজেলার কেউন্দিয়া গ্রামে প্রকাশ্যে একটি স্কুলের ছাদে এবং একটি ক্লাবে টাকা দিয়ে তাস এর মাধ্যমে জুয়াখেলা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে কাউখালী ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে ১৯৩০/- টাকা এবং তিন সেট তাস ও সিগারেট জব্দ করা হয়। পরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে সকলকে একমাস করে সাজা প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্টেট মোছা.খালেদা খাতুন রেখা।
ভ্রাম্যমাণ আদালেরত ম্যাজিস্ট্রেট মোছা.খালেদা খাতুন রেখা বলেন, প্রকাশ্যে জুয়া খেলার অপরাধে ‘বঙ্গীয় প্রকাশ্য জুয়া আইন-১৮৬৭’ আইনে তাদের সাজা দেয়া হয়।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.নজরুল ইসলাম প্রকাশ্য জুয়া খেলার দায়ে ১১জনের সাজার বিষয়টি নিশ্চিত করেন।

আরএইচআর/এমআর

বাংলাদেশ সময়: ২১:১০:৫০ ● ৮৯৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ