কাউখালীতে শুদ্ধসুরে জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগীতা

প্রথম পাতা » পিরোজপুর » কাউখালীতে শুদ্ধসুরে জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগীতা
বুধবার ● ১২ ফেব্রুয়ারী ২০২০


কাউখালীতে শুদ্ধসুরে জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগীতা

কাউখালী(পিরোজপুর)সাগরকন্যা প্রতিনিধি॥

পিরোজপুরের কাউখালীতে উপজেলা পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে শুদ্ধসুরে জাতীয় সংগীত পরিবেশন এবং সকল শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় সংগীত চর্চাকে অনুপ্রানিত করার লক্ষে ‘দলগত জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগীতা-২০২০’ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(১২ফেব্রুয়ারী) দুপুরে কাউখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে কাউখালী সরকারি মহাবিদ্যালয় অডিটরিয়াম এ প্রতিযোগীতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
প্রতিযোগীতায় প্রাথমিকে কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় সরকারি এস.বি বালিকা উচ্চ বিদ্যালয় ও উচ্চ মাধ্যমিকে কাউখালী সরকারি মহাবিদ্যালয় প্রথম স্থান অর্জন করে।
উপজেলা নির্বাহী অফিসার  মোছা. খালেদা খাতুন রেখা’র সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার মো.আব্দুল হাকিম, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সুব্রত রায়, উপস্থিত ছিলেন কাউখালী সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ নজরুল ইসলাম বাবু, উপজেলা একাডেমীক সুপার ভাইজার রিয়াজুল ইসলাম প্রমুখ।
সভায় বক্তব্যে ইউএনও  মোছা,খালেদা খাতুন রেখা বলেন, আমরা বীরের জাতি। তার প্রমাণ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা স্বাধীন পেয়েছি। পেয়েছি লাল সবুজের পতাকা। আমাদের জাতীয় সংগীত রয়েছে। এ সংগীত গাইতে ভুল করা যাবে না। শুদ্ধসুরে গাইতে হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। সবাই মিলে এদেশের কল্যাণে কাজ যেতে হবে। প্রতিযোগিতায় ১২টি শিক্ষা প্রতিষ্ঠান অংশ গ্রহন করে।

আরএইচআর/এমআর

বাংলাদেশ সময়: ২০:০৯:৪০ ● ৫১২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ