প্রধানমন্ত্রীর ছবি বিকৃতির অপরাধে কলেজ ছাত্র রিমান্ডে

প্রথম পাতা » বিবিধ » প্রধানমন্ত্রীর ছবি বিকৃতির অপরাধে কলেজ ছাত্র রিমান্ডে
মঙ্গলবার ● ১১ ফেব্রুয়ারী ২০২০


প্রধানমন্ত্রীর ছবি বিকৃতির অপরাধে কলেজ ছাত্র রিমান্ডে

কলাপাড়া (পটুয়াখালী) সাগরকন্যা অফিস॥

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃত করে ফেসবুকে পোস্ট করার অপরাধে গ্রেফতার হওয়া কলেজ ছাত্র ইমন হাওলাদারকে (২০) দুই দিনের পুলিশ রিমান্ডে দিয়েছেন আদালত।
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় তদন্তকারী কর্মকর্তা কলাপাড়া থানার এসআই সুকন্ঠ দে কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। বিজ্ঞ আদালত সোমবার বিকেলে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
২৮ জানুয়ারি সরকারি মোজাহারউদ্দিন বিশ্বাস কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র ইমন হাওলাদার ফেসবুকে প্রধানমন্ত্রীর ছবি  বিকৃত করে পোস্ট দেয়। কলাপাড়া থানা পুলিশ তাকে পৌরশহরের বাদুরতলী এলাকা থেকে গ্রেফতার করে। ইমন হাওলাদার উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের বাসিন্দা মাহবুবুর রহমানের ছেলে।

এমইউএম/এমআর

বাংলাদেশ সময়: ২০:৪৭:৩১ ● ৫০০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ