বরিশালে পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

প্রথম পাতা » বরিশাল » বরিশালে পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত
সোমবার ● ১০ ফেব্রুয়ারী ২০২০


বরিশালের এয়ারর্পোট থানা পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

বাবুগঞ্জ (বরিশাল) সাগরকন্যা প্রতিনিধি॥

বরিশালের এয়ারপোর্ট থানাধীন পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে অনুষ্ঠিত হয়েছে ওপেন হাউজ ডে।
সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১০টায় এয়ারপোর্ট থানা প্রাঙ্গণে এ উপলক্ষে আয়োজিত সমাবেশে এয়ারর্পোট থানার ওসি জাহিদ বিন-আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ খায়রুল আলম।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন মাধবপাশা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীন ও কাশিপুর হাইস্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল মামুন-অর রশিদ। অনুষ্ঠানে জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তি, কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
উপ-পুলিশ কমিশনার তার বক্তব্যে বলেন, পুলিশ জনগণের শত্রু নয়, বন্ধু। পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করে সঠিক সেবা গ্রহণ করংন। পুলিশ জনগণের সেবক হয়ে সবসময় পাশে থেকে কাজ করছে। মাদকের সঙ্গে কোনও আপোষ নেই। মাদক বিক্রেতা ও সেবনকারীদের ব্যাপারে তথ্য দেওয়ার জন্য আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, বাল্যবিয়ে ও জঙ্গিবাদ থেকে দূরে থাকতে হবে। সবাই সচেতন হলেই দেশ থেকে মাদক, জঙ্গিবাদ ও বাল্যবিয়ে বন্ধ হয়ে যাবে। যেকোন ধরণের অভিযোগ থাকলে কোন দালাল ও প্রতারক চক্র ছাড়া অফিসার ইনচার্জকে অবহিত করার পরামর্শ দেন।

এএ/এমআর

বাংলাদেশ সময়: ২০:৪৬:৪৪ ● ৬২২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ