তজুমদ্দিনে জলদস্যুর আস্তানা থেকে অস্ত্র উদ্ধার

প্রথম পাতা » ভোলা » তজুমদ্দিনে জলদস্যুর আস্তানা থেকে অস্ত্র উদ্ধার
সোমবার ● ১০ ফেব্রুয়ারী ২০২০


তজুমদ্দিনে জলদস্যুর আস্তানা থেকে অস্ত্র উদ্ধার

তজুমদ্দিন (ভোলা) সাগরকন্যা প্রতিনিধি॥

ভোলার তজুমদ্দিনে পুলিশের হাতে আটক দস্যু সর্দারের স্বীকারোক্তিতে চরের গভীর জঙ্গলের আস্তানা থেকে দেশীয় বন্দুকসহ অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১০ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার মেঘনার বাসনভাঙ্গা চরে দস্যু সর্দার শিপন শিকদারকে নিয়ে পুলিশ এই অস্ত্র উদ্ধার অভিযান চালায়।
তজুমদ্দিন থানা অফিসার ইন-চার্জ এসএম জিয়াউল হক জানান, বৃহস্পতিবার রাতে চরজহিরউদ্দিনের মেঘনায় ডাকাতিকালে জেলেদের গণধোলাইয়ের স্বীকার চিকিৎসাধীন দস্যু সর্দার শিপন সিকদারের স্বীকারোক্তি ও দেখানো মতে  বাসনভাঙ্গা চরের জঙ্গলের আস্থানা থেকে দেশি তৈরী একটি একনালা বন্দুক, চাপাতি, বগিদা, বাংলা দাও, বটিদা ও লোহার তৈরী কাটা ১০টি পাইপ উদ্ধার করা হয়। অভিযানে অংশ নেন এসআই জসিম উদ্দিন ও এসআই জামাল উদ্দিন।

এসআর/এমআর

বাংলাদেশ সময়: ২০:৪১:৩৪ ● ৪০২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ