রাঙ্গাবালীতে ফ্রি চক্ষু চিকিৎসা সেবা

প্রথম পাতা » সর্বশেষ » রাঙ্গাবালীতে ফ্রি চক্ষু চিকিৎসা সেবা
শনিবার ● ৮ ফেব্রুয়ারী ২০২০


রাঙ্গাবালীতে ফ্রি চক্ষু চিকিৎসা সেবা

রাঙ্গাবালী (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

মুজিব বর্ষ উপলক্ষে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার দুর্গম চরাঞ্চলের মানুষকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ  প্রদান করা হয়েছে। শনিবার (৮ ফেব্রুয়ারি) দিনব্যাপী রোটারী ক্লাব অব পটুয়াখালীর উদ্যোগে উপজেলার ছোটবাইশদিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা মাঠে এ চিকিৎসা সেবা দেওয়া হয়।
জানা গেছে, অস্থায়ী এ স্ক্রিনিং চক্ষু ক্যাম্পে চারজন চক্ষু বিশেষজ্ঞ প্রায় পাঁচ শত রোগীর চিকিৎসা সেবা প্রদান করেন। এরমধ্যে বাছাই করা দুস্থ ও অসহায় ৪৭ জন রোগীকে বিনামূল্যে পটুয়াখালী বিএনএসবি চক্ষু হাসাপাতালে ছানি অপারেশন ও লেন্স সংযোজন করা হবে।
এ চক্ষু ক্যাম্পে উপস্থিত ছিলেন, রোটারী ক্লাবের প্রেসিডেন্ট মোসা.নাছরিন মোজাম্মেল এমা, পটুয়াখালী বিএনএসবি চক্ষু হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ ডাঃ মো. সাইয়েদ আনোয়ারুল হাফিজ ও উদ্যোক্তা রোটারী ক্লাবের সদস্য হাজী মাহমুদ হাসান প্রমুখ ।

কেএইচ/এমআর

বাংলাদেশ সময়: ২২:২৬:০৪ ● ৩০১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ