চরফ্যাশনে ৮০ মন জাটকা সহ ট্রলার জব্দ

প্রথম পাতা » ভোলা » চরফ্যাশনে ৮০ মন জাটকা সহ ট্রলার জব্দ
বৃহস্পতিবার ● ৬ ফেব্রুয়ারী ২০২০


চরফ্যাশনে ৮০ মন জাটকা সহ ট্রলার জব্দ

চরফ্যাশন (ভোলা) সাগরকন্যা প্রতিনিধি॥

চরফ্যাশনে উপজেলার মৎস্য অফিসার মারুফ হোসেন মিনারের নির্দেশে বাংলাদেশ কোষ্টগার্ড দক্ষিণ আইচা থানার চরমানিকা ষ্টেশন কন্টিনজেন্ট কমান্ডার মোঃ আলমগীর হোসেনের নেতৃত্বে কোষ্টগার্ড বুধবার রাতে তেতুলিয়া নদীতে অভিযান চালিয়ে ৮০ মন জাটকা ইলিশ জব্দ করেছেন ।
এসময় একটি ট্রলার ও জব্দ করেন।  বৃহস্পতিবার সকাল ১০ টার সময় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিনের আর্দেশে আটককৃত জাটকা ইলিশ মাছ গুলো চর কচ্ছপিয়া কোষ্ট গার্ডের অফিসের সমনে ৮০টি জাটকা ইলিশ এতিম খানা ও গরিব দুস্থ পরিবারদের মধ্যে বিতরণ করেন, উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা ফোরকান এসময় উপস্থিত ছিলেন। এবং ট্রলারটি মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনারের হেফাজতে রাখা হয়েছে বলে বাংলাদেশ কোষ্টগার্ড চর মানিকা ষ্টেশন কন্টিনজেন্ট কমান্ডার মোঃ আলমগীর হোসেন জানিয়েছেন।
বাংলাদেশ কোষ্টগার্ড চর মানিকা ষ্টেশন কন্টিনজেন্ট কমান্ডার মোঃ আলমগীর হোসেন বলেন, আমাদের এই অভিযান আগামী ৩০ জুন পর্যন্ত সরকারি নির্দেশনা মোতাবেক চলবে। নদী বা সাগরে কোন অবৈধ জাল ও জাটকা ধরা চলবেনা বলেও জেলেদের হুশিয়ারী করেন।

এএইচ/এমআর

বাংলাদেশ সময়: ২১:৪২:০৩ ● ৫০৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ