কলাপাড়ায় এনজিও’র চাকুরী দেয়ার নামে প্রতারণা- গ্রেফতার-১

প্রথম পাতা » বিবিধ » কলাপাড়ায় এনজিও’র চাকুরী দেয়ার নামে প্রতারণা- গ্রেফতার-১
রবিবার ● ২ ফেব্রুয়ারী ২০২০


কলাপাড়ায় এনজিও’র চাকুরী দেয়ার নামে প্রতারণা- গ্রেফতার-১

কলাপাড়া (পটুয়াখালী) সাগরকন্যা অফিস॥

রূপালী হেল্থ কেয়ার ফাউন্ডেশন এর ইউনিয়ন পর্যায়ের মাঠকর্মী নিয়োগ দেয়ার নামে সাধরণ যুবদের কাছ থেকে হাজার হাজার টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে মোঃ খায়রুল নামের এক যুবককে স্থানীয়রা পাকড়াও করে পুলিশে সোপর্দ করেছে। রবিবার (২ ফেব্রুয়ারি) বিকেলে খায়রুলকে কলাপাড়া ফেরিঘাট এলাকা পাকড়াও করা হয়। খায়রুলের কাছ থেকে চাকরির আবেদন ফরম ছাড়াও কিছু যৌন উত্তেজক ওষুধ পাওয়া গেছে।
জানা গেছে, রূপালী হেল্থ কেয়ার ফাউন্ডেশন, প্রধান কার্যালয়ঃ প্রগতি টাওয়ার (নবম তলা), খ-১৪/ই, মেরুল বাড্ডা, গুলশান, ঢাকা এর ঠিকানা সংবলিত বেসরকারি সংস্থার নির্দিষ্ট ফরমসহ খায়রুলকে স্থানীয়রা পাকড়াও করেন। ওই ফরমে সংস্থার রেজি নং-এস ৬০০৬(২৫০/০৬) সহ এনজিও ব্যুরো নং ৩০৮০ লেখা রয়েছে। চাকরি প্রত্যাশির কাছে ওই সংস্থার প্যাডে আবেদন পত্র তৈরি করে শাখা ব্যবস্থাপক, হিসাব রক্ষক ও মাঠকর্মী পদে আবেদন করার জন্য টাকার বিনিময় হস্তান্তর করে আসছিলেন। ভুক্তভোগী নীলগঞ্জ ইউনিয়নের ইমরান হোসেন ও উম্মে হানি জানান, রবিবার দু’জনে খায়রুলকে চার হাজার টাকা প্রদান করেন। তাদের দুই জনকে মাঠকর্মী হিসেবে চাকরি দেয়ার কথা। বালিয়াতলীর হোসনেয়ারা জানান, তার সঙ্গে কয়েকদিন আগে বালিয়াতলী ইউনিয়ন পরিষদের একটি সভায় পরিচয় হয় খায়রুলের সঙ্গে। খায়রুল তার সঙ্গে তিন-চার শ’ কর্মী নিয়োগের জন্য সহায়তা চায়। রবিবার ৭/৮ জনকে নিয়ে এসেছেন। দুপুরের পর থেকে তার সন্দেহ জাগলে বিষয়টি নিয়ে ঘাটাঘাটি করেন। ধৃত খায়রুলের বাড়ি পাশর্^বর্তী বরগুনা জেলার আমতলী উপজেলার মহিষকাটা এলাকায় বলে পুলিশ জানায়। আর খায়রুলের শ^শুরবাড়ি মিঠাগঞ্জ ইউনিয়নের মিঠাগঞ্জ গ্রামে। তার বাবার নাম শামসুদ্দিন বলেও জানা গেছে।
কলাপাড়া থানার এসআই শওকত জাহান জানান, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আটক খায়রুলকে দেখতে মানুষ ভিড় করছে।

এমইউএম/এমআর

বাংলাদেশ সময়: ২২:১৮:৫৫ ● ৩৬৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ