নেছারাবাদে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

প্রথম পাতা » পিরোজপুর » নেছারাবাদে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
মঙ্গলবার ● ২৮ জানুয়ারী ২০২০


নেছারাবাদে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

নেছারাবাদ (পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

নেছারাবাদে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের অভিযোগে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা জরিমানা করেছে।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরের দিকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পিরোজপুরের সহকারি পরিচালক মো. শাহ শোয়াইব মিয়া এ অভিযান পরিচালনা করেন। জানা যায়, মঙ্গলবার দুপুরের দিকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক উপজেলার জগন্নাথকাঠী বন্দরে এ অভিযান চালিয়ে পণ্যের মোড়কে বিক্রয় মূল্য না থাকার দায়ে কমমেটিক্স পয়েন্টকে ২ হাজার, প্রফুল্ল ষ্টোরকে ২ হাজার এবং মেয়াদ উত্তীর্ন কমমেটিস বিক্রির দায়ে মিকাইল কসমেটিক্সকে ২ হাজার টাকাসহ মোট ৬ হাজার টাকা জরিমানা করেন। এ সময় উপজেলা স্যানিটারী পরিদর্শক শেখ মো. জাকির হোসাইন উপস্থিত ছিলেন। অভিযানে সহায়তা করে বরিশালের এপিবিএন এর একটি দল।

এআরএ/এমআর

বাংলাদেশ সময়: ২১:৫৯:৩৫ ● ৬০৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ