নেছারাবাদ বৈদেশিক কর্মসংস্থানে যুব ও যুব মহিলাদের সচেতনতা বৃদ্ধিতে সেমিনার

প্রথম পাতা » পিরোজপুর » নেছারাবাদ বৈদেশিক কর্মসংস্থানে যুব ও যুব মহিলাদের সচেতনতা বৃদ্ধিতে সেমিনার
বুধবার ● ২২ জানুয়ারী ২০২০


---


সাগরকন্যা নেছারাবাদ(পিরোজপুর) প্রতিনিধি॥

নেছারাবাদ উপজেলায় দিনব্যাপী দক্ষ যুব ও যুব মহিলা কর্মীদের বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রচার ও প্রেসব্রিফিং অনুষ্ঠান হয়েছে। নিরাপদ সুষ্ঠু ও দায়িত্বশীল শ্রম অভিবাসন নিশ্চিতকল্পে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অর্থায়নে ২২ জানুয়ারি (বুধবার) সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠান হয়। সেমিনারে স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, সমাজের গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পিরোজপুরের জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) নাহিদ ফারজানা সিদ্দিকি।

নেছারাবাদ উপজেলা নির্বাহী অফিসার সরকার আব্দুল্লাহ আল মামুন বাবুর সভাপতিত্বে আরো আলোচনা করেন, পিরোজপুর টিটিসির সাদেকুর রহমান, নেছারাবাদ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস জাহান, নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামংরুজ্জামান তালুকদার প্রমুখ।

প্রেসব্রিফিংয়ে জানানো হয়, প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহার অনুযায়ী প্রতি উপজেলা থেকে বছরে গড়ে এক হাজার দক্ষ যুব/যুব মহিলা কর্মী বিদেশে পাঠাবে সরকার। বিদেশে যেতে ইচ্ছুক যুব ও যুব মহিলাদের দক্ষ শ্রমিক হিসেবে গড়ে তোলার লক্ষে একইসাথে দালাল থেকে বাচতে মূলত এ সেমিনার ও প্রেসব্রিফিং।

এমআরএ/কেএস

বাংলাদেশ সময়: ১৭:৪২:৩৮ ● ৪৭৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ