কলাপাড়ায় প্রকাশ্যে হামলা চালিয়ে পুকুরের মাছ লুটপাট

প্রথম পাতা » বিবিধ » কলাপাড়ায় প্রকাশ্যে হামলা চালিয়ে পুকুরের মাছ লুটপাট
শনিবার ● ১৮ জানুয়ারী ২০২০


কলাপাড়ায় প্রকাশ্যে হামলা চালিয়ে পুকুরের মাছ লুটপাট

কলাপাড়া (পটুয়াখালী) সাগরকন্যা অফিস॥

কলাপাড়ায় মাছ ধরার জন্য পুকুর সেচ দিল মোশারেফ হোসেন মুন্সী অথচ মাছ ধরে নিল সোহাগ মুন্সি, ফরিদ মুন্সী, মামুন মুন্সী, হামজাল মুন্সীসহ প্রতিপক্ষরা। প্রকাশ্য দিনের বেলা প্রায় দেড় লাখ টাকার মাছ লুটে নেয়ার ঘটনায় কলাপাড়া থানায় একটি মামলা করা হয়েছে।
উপজেলা মিঠাগঞ্জ ইউনিয়নের পশ্চিম মধুখালী গ্রামের ঘটনা। মোশারেফ হোসেন জানান, তিনি তার বাড়ির সামনের পুকুরের মাছ ধরার জন্য সেচ দিচ্ছিলেন। পানি কমে যাওয়ার এক পর্যায়ে আসামিরা রড, লাঠি, জাল, বস্তা নিয়ে পুকুর থেকে রুই, কাতলা, কোরালসহ অন্তত এক লাখ ৪০ হাজার টাকার মাছ ধরে নিয়ে যায়। শুধুু তাই নয় মাছ নেয়ার সময় বাধা দেয়া এবং থানায় খবর দেয়ার কারণে সন্ধ্যায় বসতঘরে ঢুকে সশস্ত্র ওই চক্র লুটপাট চালায়। নিয়ে নেয় টাকা পয়সা মালামাল। এসময় সন্ত্রাসী ওই চক্রের হামলা মারধরে আহত হয়েছেন আফরোজা বেগম ও বেলি বেগম।
বৃহস্পতিবার বিকেলে ও সন্ধ্যার এ ঘটনায় শুক্রবার কলাপাড়া থানায় একটি মামলা করেছেন মোশারফ মোল্লা। মোশারেফ মুন্সির গোটা পরিবার আছেন এখন আতঙ্কের মধ্যে। কলাপাড়া থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, মামলা হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

এমইউএম/এমআর

বাংলাদেশ সময়: ২০:৩৪:৪২ ● ২৬৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ