আলীপুর থেকে গ্রেফতার সিরিজ বোমা হামলায় যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত জেএমবি বেল্লাল

প্রথম পাতা » কুয়াকাটা » আলীপুর থেকে গ্রেফতার সিরিজ বোমা হামলায় যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত জেএমবি বেল্লাল
সোমবার ● ১৩ জানুয়ারী ২০২০


---

 

সাগরকন্যা রিপোর্ট॥

সারা দেশে সিরিজ বোমা হামলার মামলায় যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত খাগড়াছড়ি এলাকার চংরাছড়ির জেএমবি জঙ্গী বেল্লাল মিয়াকে (৩২) পুলিশের এন্টি টেররিজম ইউনিটের এডিশনাল এসপি সোহান সরকার ও মহিপুর থানার ওসি সোহেল আহমদ যৌথ অভিযান চালিয়ে গ্রেফতার করেছে।

 

কলাপাড়ার লতাচাপলী ইউনিয়নের মৎস্যবন্দর আলীপুরের এলাকার একটি বাসা থেকে শনিবার দিবাগত ভোররাতে বেল্লাকে গ্রেফতার করা হয়। বেল্লাল দীর্ঘদিন ওই এলাকার একটি ঘরে ভাড়া থাকত। বেল্লাল পার্বত্য জেলা খাগড়াছড়ির মধ্যটিলা দিঘিনালার চংরাছড়ি এলাকার নুরুল আলমের ছেলে। খাগড়াছড়ি থানার মামলায় (নম্বর ০২, তারিখ ১৭-০৮-২০০৫) ধৃত বেল্লাল দন্ডপ্রাপ্ত হয়েছে।

 

এছাড়া মহিপুর পুলিশ রবিবার দুপুরে কুয়াকাটার পাঞ্জুপাড়া থেকে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি রাসেল সুকানিকে গ্রেফতার করেছে। রাসেল একটি মাদক মামলায় দন্ডপ্রাপ্ত হন।

 

এমইউএম/কেএস 

 

বাংলাদেশ সময়: ১৯:৪৪:৩৫ ● ৩৬৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ