বাবুগঞ্জে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন

প্রথম পাতা » বরিশাল » বাবুগঞ্জে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন
শুক্রবার ● ১০ জানুয়ারী ২০২০


---

 

বাবুগঞ্জ সাগরকন্যা প্রতিনিধি॥ 

বাবুগঞ্জ উপজেলায় যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করা হয়েছে। শুক্রবার বাঙালীর জীবনে এক ঐতিহাসিক দিন। ১৯৭২ সালের এ দিনে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগার থেকে মুক্তি লাভ করে তার প্রিয় স্বদেশ স্বাধীন বাংলাদেশে ফিরে আসেন। আর এর মাধ্যমে ১৯৭১সালের ১৬ ডিসেন্বর অর্জিত মুক্তিযুদ্ধেও মহান বিজয়ের পূর্ণতা লাভ করেন। সে থেকেই এদিনটি জাতির পিতার স্বদেশ প্রত্যাবর্তন দিবস হিসেবে উদযাপিত হচ্ছে। সারাদেশের ন্যায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবতন দিবস পালন করা হয়।

 

এসময় রাজধানীর প্যারেড স্কয়ারে প্রধানমন্ত্রী ও জাতির পিতার কন্যা শেখ হাসিনা এ ক্ষনগননার আনুষ্ঠানিক উদ্ধোধন সরাসরি ভিডিও কসফান্সের মাধ্যমে দেখান হয়। এসময় উপস্থিত ছিলেন, বরিশাল জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ শহিদুল ইসলাম, বাবুগঞ্জ উপজেলা চেয়ারম্যান কাজী ইমদাদুল হক দুলাল, ভাইস চেয়ারম্যান ইকবাল আহম্মেদ আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা বিনতে ওহাব, সহকারি কমিশনার নুসরাত জাহান খান, বাবুগঞ্জ থানার ওসি মোঃ মিজানুর রহমান, উপজেলা আ’লীগের সহ-সভাপতি শাহিনুর ইসলাম সিকদার, যুগ্ন-সম্পাদক দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান মিলন, ডেপুটি কমান্ডার আঃ করিম, যুবলীগের সাধারণ সম্পাদক মাসুদ করিম লাভু, মাধবপাশা ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদিন, রহমতপুর ইউপি চেয়ারম্যান সরোয়ার মাহমুদ, সাইফুল ইসলাম আতিক, ছাত্রলীগের ফায়জুল হক, সফিকুল ইসলাম সিফাত, তৌকির আলম তুষার সিকদার প্রমূখ।

 

বিজি/কেএস 

 

বাংলাদেশ সময়: ২০:০৯:১১ ● ৩৬১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ