বানারীপাড়ায় সন্ধ্যা নদীতে নিমজ্জিত কার্গোট্রলার উদ্ধার হয়নি

প্রথম পাতা » বরিশাল » বানারীপাড়ায় সন্ধ্যা নদীতে নিমজ্জিত কার্গোট্রলার উদ্ধার হয়নি
মঙ্গলবার ● ৭ জানুয়ারী ২০২০


প্রতীকী ছবি

 

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি ॥

বানারীপাড়ায় সন্ধ্যা নদীতে ঢাকা গামী যাত্রীবাহী লঞ্চ মনিং সানের ধাক্কায় ১৬’শ বস্তা পোল্ট্রি ফিটসহ ডুবে যাওয়া কার্গো ট্রলার (ভাল্কহেড) ২৪ ঘন্টায়ও উদ্ধার করা সম্ভব হয় নি। মঙ্গলবার দিন ভর চেষ্টা করেও ডুবুরীরা ওই কার্গো ট্রলারটি (ভাল্কহেড) উদ্ধার করতে পারেন নি। ফলে পানির নিচে ওই কার্গো ট্রলারে থাকা নেছারাবাদ উপজেলার সরূপকাঠী বাজারের তিন ব্যবসায়ীর প্রায় ৩০ লাখ টাকা মূল্যের ১৬’শ বস্তা পোল্ট্রি ফিট ক্ষতি হয়েছে।

 

মঙ্গলবার বিকেলে এ ব্যাপারে দাসেরহাট এলাকার ইউপি সদস্য পনিরুজ্জামান জানান, সোমবার সন্ধ্যা ৭টায় উপজেলার দাসেরহাট বাজার সংলগ্ন মিরেরহাট চরের গোজায় ঢাকাগামী যাত্রীবাহী লঞ্চ মনিং সান-৯ এর ধাক্কায় নেছারাবাদগামী মালবাহী বসুরচর নামের একটি কার্গো ট্রলার (ভাল্কহেড) ডুবে যায়।

 

এ সময় তাদের পিছনে থাকা অপর দু’টি মালবাহী কার্গো ট্রলার ও স্থানীয়রা ওই কার্গো ট্রলারে থাকা সুকানী জামাল ও তার দুই সহযোগীকে উদ্ধার করে। পরে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদীদ ডুবে যাওয়া মালবাহী কার্গো ট্রলারটি উদ্ধার করার জন্য ফায়ার সার্ভিসের ডুবুরীদের ডেকে পাঠান। তারা এসে ওই রাতেই সেখানে ডুবে যাওয়া কার্গো ট্রলারটি উদ্ধার কাজ শুরু করেন। মঙ্গলবার সকালে মালিক পক্ষের লোকজন তাদেরকে বাদ দিয়ে নতুন করে নেছারাবাদ এলাকার ডুবুরীদের দিয়ে ওই কার্গো ট্রলারটি রশি দিয়ে বেধে ড্রামের সাথে পানিতে ভাসিয়ে পাশর্^বর্তী চরে নিয়ে উদ্ধার করার চেষ্টা করেন। ডুবুরীরা দিনভর চেষ্টা করার পর ব্যর্থ হয়। পানির নিচে ২০/২৫ মন ওজনের বড় বড় মাছ তাদেরকে তারা করে বলে অজুহাত দিয়ে উদ্ধার অভিযান থেকে সরে দাড়ান। পরে পোল্ট্রি ফিট মালিক পক্ষ নতুন করে ফায়ার সার্ভিস’র ডুবুরীদের দারস্থ হবেন বলে ইউপি সদস্য পনির জানান। সব কিছু ঠিক থাকলে বুধবার সকালে ফায়ার সার্ভিস’র ডুবুরীরা মালবাহী কার্গো ট্রলারটি (ভাল্কহেড) উদ্ধার অভিযান শুরু করবেন বলেও তিনি জানান।

 

এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদীদ বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিস’র ডুবুরীদের পাঠানো হয়। তারা ডুবে যাওয়া কার্গো ট্রলারটি উদ্ধার অভিযানে অংশ নেয়। বর্তমানে সেটি উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বলেও তিনি জানিয়েছেন।


এসএমজিএমআর/কেএস 

 

বাংলাদেশ সময়: ২০:৩৩:০৩ ● ৪০০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ